কথা রাখলেন প্রধানমন্ত্রী, ৫ দশক পর উদ্বোধন হল অটল টানেল

প্রায় ৫ দশকের অপেক্ষা। অবশেষে ২০২০ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সূচনা হতে চলেছে অটল টানেলের। ১৯৬০ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সুরঙ্গের কথা প্রথম ভেবেছিলেন। এরপর ১৯৮৩ সালে গৃহীত হয়েছিল প্রস্তাব। কিন্তু কাজ আর এগোয়নি। অধরা রয়ে গিয়েছিল লাহুল-স্পিতি সংযোগকারী এই রাস্তা।

Avatar

Koushik Dutta

X