নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

‘স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন’ ২০২০-র চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তাঁর কণ্ঠে উঠে এসেছে সদ্য ঘোষিত হওয়া নতুন শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা। এর ফলে পড়াশুনার মান উন্নত হবেই বলেই তিনি মনে করেছেন। তাঁর কথায়, ‘দৈনন্দিন জীবনে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই, তার মোকাবিলা করার প্ল্যাটফর্ম তৈরি করেছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন।’ সাধারণ মানুষের জীবন আরও আধুনিক করার লক্ষ্য কেন্দ্রের জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Avatar

Koushik Dutta

X