PM Yashasvi Scholarship 2024 How to apply online and details you need to know

নবম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে ১,২৫,০০০ টাকা! জানুন পিএম যশস্বী স্কলারশিপে আবেদনের পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ দেশের ছাত্রদের পড়াশোনার পথে যাতে অর্থ বাঁধা না হয়ে দাঁড়ায় তার জন্য একাধিক বৃত্তি চালু করা হয়েছে কেন্দ্র তথা বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে। এর মধ্যে অন্যতম একটি হল প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ (PM Yashasvi Scholarship)। যার মাধ্যমে পড়ুয়াদের ৭৫,০০০ টাকা থেকে শুরু করে ১,২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। এই স্কলারশিপের জন্য কিভাবে কোথায় ও কবে আবেদন করতে হয় তার সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ (PM Yashasvi Scholarship 2024)

মিনিস্ট্রি অফ সোশ্যাল জাষ্টিরস ও এম্পাওয়ারমেন্টের তরফ থেকে যশস্বী স্কলারশিপ দেওয়া হয়। নবম শ্রেণী থেকে দশম শ্রেণীটির মেথাবী ও গরিব ছাত্ররা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই বৃত্তি পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। এরপর একটি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাশ করলেই ৭৫ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। কিভাবে কথা থেকে কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য নিচে জানান হল।

আবেদনের জন্য যোগ্যতাঃ

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নারগিরক হতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই অষ্টমশ্রেণীর পাশ করে থাকতে হবে। কারণ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্তই এই স্কলারশিপ দেওয়া হয়।
  • আবেদনকারী ছাত্রছাত্রীদের পারিবারিক যায় বছরে ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে।

অনলাইনে আবেদনের পদ্ধতিঃ

  • যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিঙ্ক দেওয়া আছে) চলে যেতে হবে।
  • এরপর সেখানে ‘New Candidate Register Here’ অপশনে ক্লিক করে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটা দিয়ে লগ ইন করতে হবে। তারপর সেখানে “PM Yashasvi Scholarship 2024” অপশন খুঁজে তাতে ক্লিক করে আবেদনের ফর্ম ফিলাপ করতে হবে।
  • ফর্ম ফিলাপের পর কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সেগুলো করা হয়ে গেলে সমস্ত তথ্য পুনরায় একবার চেকিং করে ফর্ম সাবমিট করে দিতে হবে।

আরও পড়ুনঃ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস! দেখুন সংসদের নোটিশ

আবেদনের শেষ তারিখঃ

এই স্কলারশিপে আবেদনের জন্য শেষ তারিখ ১৭ ই অগাস্ট। এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। তারপর পরীক্ষা দিয়ে যারা পাশ করবে তাদের মধ্যে থেকে ১৫০০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। যদিও আবেদনের তারিখ শেষ হয়ে গিয়েছে, তবে এটির শেষ তারিখ আবারও বাড়ানো হতে পারে। যদি সেটা হয় তাহলে এখনও যারা আবেদন করেনি তারা আবেদন করে নিতে পারবে।

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক : https://yet.nta.ac.in/

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X