PM Scheme

Papiya Paul

PM Scheme: পাবেন ২ লক্ষ টাকার বিমা কভারেজ সঙ্গে আরো সুবিধা, কেন্দ্রের এই স্কিমে কিভাবে করবেন আবেদন?

নিউজশর্ট ডেস্কঃ দেশের সাধারণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের স্কিম চালু করা হয়েছে। এমনই একটি জনপ্রিয় স্কিম হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা স্কিম(Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)। এই স্কিম ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল।

   

এই স্কিমে দেশের যে কোন নাগরিক বার্ষিক ৪৩৬ টাকা বিনিয়োগ করেও ২ লক্ষ টাকা পাবেন। দেশের সাধারণ পরিবারগুলোকে সুরক্ষা প্রদানের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পলিসি চালু করা হয়েছে। যদিও অনেক মানুষ পলিসি সম্পর্কে না জানার কারণে মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ মানুষ এই বীমা করেছিলেন। তবে বর্তমানে এই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।

এই প্রকল্পের সুবিধা যেকোনো দেশের নাগরিক গ্রহণ করতে পারেন। ১৮ বছর বয়সী থেকে শুরু করে ৫০ বছর বয়সী পর্যন্ত ব্যক্তিরা এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে এই স্কিমের সময়কাল হল মাত্র এক বছর। ধরুন, যদি কেউ ২০২৪ সালের ১ জুন থেকে বিনিয়োগ করেন তাহলে তার মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ শে মে পর্যন্ত। এরপর আবার এক বছরের জন্য রিনিউ করতে হবে।

আরও পড়ুন: Business Idea: ৯টা-৫টার চাকরি ভুলে যান, এই কালো টমেটো চাষ করে হতে পারেন মালামাল, ইনকাম লাখ লাখ টাকা

এছাড়া এই প্রকল্পের অর্থ বিনিয়োগ করলে কোন রকমের কর দিতে হবে না। এই প্রকল্প পুরোটাই করমুক্ত। এই প্রকল্প করতে হলে যেকোনো ব্যাংক বা পোস্ট অফিসের ব্যক্তির সেভিংস একাউন্ট থাকতে হবে। এছাড়া কোন ব্যক্তির যদি একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে। তাহলে সব একাউন্ট থেকে আবার এই স্কিম করতে পারবেন না। মাত্র একটি মাত্র একাউন্ট থেকেই এই স্কিম একবার করা যাবে।

কিভাবে আবেদন করবেন? এই প্রকল্পে বিনিয়োগের জন্য কোন এজেন্ট মারফত আবেদন করতে হবে না। ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করলেই হবে। এর পাশাপাশি নগদ টাকা দিয়েও বিনিয়োগ করতে হয় না। অটো ডেবিট সুবিধার মাধ্যমে রিনিউ করলে প্রতিবছর পোস্ট অফিস বা ব্যাংকের সেভিংস একাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হয়। এই স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগকারী মৃত্যুর পর পরিবারকে ২ লক্ষ টাকার বীমা কভারেজ দেওয়া হয়। এক্ষেত্রে ব্যক্তির পলিসিতে থাকা নমিনি এসব অর্থ পেয়ে থাকেন।