PNB

Papiya Paul

PNB: বন্ধ হতে পারে ব্যাঙ্ক একাউন্ট! ১৯ মার্চ পর্যন্ত সময় দিয়েছে PNB, এই কাজ না করলেই পড়বেন ফ্যাসাদে!

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বন্ধ হয়ে যেতে চলেছে PNB-এর গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট। এর আগে বহুবার এই ব্যাংকের তরফ থেকে বারবার সময়সীমা বেঁধে দেওয়া হলেও গ্রাহকেরা কোন কাজ করেননি। এর আগে এই কাজ সম্পূর্ণ করার জন্য ১৮ই ডিসেম্বর শেষ তারিখ নির্ধারণ করেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক(Punjab National Bank)।

   

এরপর এই সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ১৯শে মার্চ করা হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আর সময়সীমা বাড়ানো হবে না। যে গ্রাহকেরা এই নির্দেশ মানবেন না তাদের পরের দিন থেকেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এসএমএসের মাধ্যমেও গ্রাহকদের এই বার্তা পাঠিয়ে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স হ্যান্ডেলে গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কবার্তা ঘোষণা করেছে এই ব্যাংক কর্তৃপক্ষ। এর পাশাপাশি আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ১৯ মার্চের মধ্যে প্রত্যেক গ্রাহককে নিজেদের অ্যাকাউন্ট KYC আপডেট করতেই হবে। এই সময়ের মধ্যে যারা KYC আপডেট করবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ম অনুযায়ী বন্ধ করে দেয়া হবে।

আরও পড়ুন: Lakshmir Bhander: লক্ষীর ভান্ডার নিয়ে বড়োসড়ো সুখবর! কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী

এই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে এসব ব্যাংকের নির্দেশ মেনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই আপডেট করার জন্য PNB One অ্যাপ/ অনলাইন ব্যাংকিং/ ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে কিংবা ইমেইল করে নিজেদের অ্যাকাউন্টের KYC আপডেট করতে হবে।

PNB

১৯শে মার্চের মধ্যে এই কাজ সম্পূর্ণ না হলে আপনার ব্যাংক একাউন্ট বন্ধ করে দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপর ওই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আপনি আর কোন রকমে লেনদেন করতে পারবেন না। এরপর ব্যাংকের শাখায় গিয়ে KYC আপডেট করতে পারলেই ওই অ্যাকাউন্ট দিয়ে আবার লেনদেন করা সম্ভব হবে।