ব্যক্তিগত শত্রুতায় খুন মণীশ! টিটাগড় কান্ডে গ্রেফতার ২ দুষ্কৃতী

গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। খুররাম খান এবং গুলাব শেখকে গ্রেফতার করেছে পুলিশ। উঠে আসছে আরও একজনের নাম, রাজু খান। ঘটনার কয়েক দিন আগে এদের এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল বলেও জানা যাচ্ছে। তবে খুনের কারণ হিসেবে ব্যক্তিগত কোনও শত্রুতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Avatar

Koushik Dutta

X