Kar Kache Koi Moner Kotha

anita

পরাগ-পলাশের চক্রান্তেই মৃত্যুর মুখে শিমুল? ফাঁস বিতর্কিত সিরিয়ালের জবরদস্ত আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ বাস্তবে দুর্গাপুজো শেষ হয়ে গেলেও এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে করে মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালে এখনো চলছে দুর্গাপুজো।  সম্প্রতি এই ধারাবাহিকে দুর্গাপুজোর বিসর্জনের একটি নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন গত পর্বেই পলাশ (Polash) তার দাদা পরাগকে (Porag) উস্কিয়ে দিয়েছে বৌদি শিমুলকে (Shimul) প্রাণে মারার জন্য।

   

আর সদ্য প্রকাশে আসা প্রমোতে দেখা যাচ্ছে বিজয়া দশমীর দিন শিমুলের পাড়ার  বান্ধবী বিপাশা তাকে বলছে, বিসর্জনের সময় তাদের জন্য একটা বিরাট  সারপ্রাইজ অপেক্ষা করছে। আর সেটা হল সিদ্ধি। এ কথা শোনার পর আনন্দে লাফিয়ে ওঠে শিমুল।  আর বলে ওঠে ‘কি বলছো বিপাশাদি? জমে যাবে তো।’ অন্যদিকে আড়াল থেকেই সব কথা শুনে ফেলে পরাগ আর পলাশ।

এ কথা শুনে পলাশ পরাগকে  বুদ্ধি দেয় ‘এবার এই সিদ্ধিতে মিশবে বিষ। আর তাতেই নীল হয়ে যাবে তোর বউ।’ এ কথা শুনে পরাগ বেশ চমকে যায়।  তার চোখে মুখে ভয়ের চাপ স্পষ্ট। পরাগ তখন পলাশকে পাল্টা প্রশ্ন করে ‘কি বলছিস? যদি মরে টরে যায়? তখন পলাশ পাশ থেকে বলে ‘মরলেই বা তোর কি?’

Kar Kache Koi Moner Kotha

তারপরের দৃশ্যেই  দেখা যায় হাতে এক গ্লাস সিদ্ধি নিয়ে সবে এক চুমুক দিয়েছে শিমুল। তারপরেই গলা ধরে প্রচন্ড জ্বালায় ছটফট করতে করতেই নিমেষের মধ্যে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিমুল। আর শিমুল মাটিতে লুটিয়ে পড়তেই তাকে তার বান্ধবীরা এবংশ্বাশুড়ি মধুবালা  সবাই চিৎকার  করতে থাকে। তখন ভিড় ঠেলে এগিয়ে আসে পরাগ।

আর শিমুলের কাছে এসেই পরাগ শিমুলের নাকের কাছে হাতনিয়ে গিয়ে  দেখতে যায় নিঃশ্বাস পড়ছে কিনা। তখন মৃত্যুর মুখে থাকার শিমুল পরাগের হাত ধরে ফেলে এবং জানতে চায় ‘দেখছো মরে গেছি কিনা? কেন করলে এরকম?’ মৃত্যুমুখে থাকা  শিমুল যে সবটা বুঝতে পেরেছে তা দেখে ভয়ে পরাগের চোখ মুখের ভাবটাই একেবারে পাল্টে যায়। চমকে ওঠে শিমুলের শাশুড়ি মধুবালাও? তাহলে কি এবার বিজয় দশমীতেই বিসর্জন হবে শিমুলের? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে দর্শকদের।