গ্রাহক না থাকায় ক্ষতি! কলকাতা থেকে ব্যবসা গোটাচ্ছে একাধিক পোস্ট অফিস..

Post Office Closing

গ্রাহক না থাকায় ক্ষতি! কলকাতা থেকে ব্যবসা গোটাচ্ছে একাধিক পোস্ট অফিস..

Shree Bhattacharjee

Updated on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: গ্রাহকেরা আসতেন, টাকা জমা পড়ত। রমরমিয়ে চলত পোস্ট অফিস। এখন এলাকার পোস্ট অফিস কোথায় রয়েছে, সেই ঠিকানাই জানেন না শহুরে মানুষ। রীতিমত তাই ধুঁকছে পোস্ট অফিস। অবশেষে আর কোনও উপায় না দেখে হয়ে গেল বড় ঘোষণা। ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কল সূত্রে জানা গিয়েছে যে একধাক্কায় প্রায় ১৫টি শাখা ডাকঘর বা সাব পোস্ট অফিস বন্ধ (Post Office Closing) করে দেওয়া হতে চলেছে।

জানা গিয়েছে, সোমবার ১৫টি সাব পোস্ট অফিসের ডিভিশনাল হেড বা বিভাগীয় প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করা হয়েছে। সেই বৈঠকেই বিভাগীয় প্রধানদের বিস্তারিত প্ল্যানিংও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সব পক্ষের কাছে পাঠানো হয়েছে সেই সমস্ত নির্দেশিকা। যদিও এখনও পর্যন্ত ডাক বিভাগ বন্ধ নিয়ে সরকারি কোনও মন্তব্য পাওয়া যায়নি।তবে, বৈঠক সূত্র অনুযায়ী বলাই যায়, এই বন্ধের প্রক্রিয়ায় আর বেশিদিন কিন্তু একেবারেই বাকি নেই।

আরও পড়ুন: মেট্রোর ইতিহাসে এই প্রথম এমন কান্ড কলকাতায়! এল দানবের মতো দেখতে ডবল মেশিন, কী কাজ হবে ..?

কোথায় কোথায় ব্যবসা গোটাতে পারে পোস্ট অফিস?

ডাক বিভাগ সূত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পার্ক সার্কাস, তারাতলা রোড, ঝাউতলা, ব‍্যারাকপুর বাজার, বোসপুকুর রোড, সাধনা ঔষধালয়, দক্ষিণ বেলঘরিয়া, জোড়ামন্দিরের মতো ১৫টি শাখা শীঘ্রই কাছাকাছি পোস্ট অফিসের সঙ্গে মার্জ করা হবে। ইতিমধ্যেই তার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে এই এলাকাগুলোর গ্রাহকদের কী হবে? সে প্রসঙ্গেও মিলেছে খাঁটি উত্তর। জানা যাচ্ছে, এই মার্জ প্রক্রিয়াকরণের জন্য গ্রাহকদের আর কোনও সমস্যার মুখে পড়তে হবেই না। গ্রাহকদের সমস্ত কাজকর্ম, তাঁদের জমানো সমস্ত ফিক্সড ডিপোজিট সবই সুরক্ষিত থাকবে। তা সে গ্রাহকদের না হয় অসুবিধা হবে না। কিন্তু এই পোস্ট অফিসের শাখায় কাজ করা কর্মীদের কী হবে?

সঙ্গে থাকুন ➥