Business Idea

Business Idea: চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন এই ব্যবসা, সাহায্য করবে পোস্ট অফিস, ইনকাম হবে প্রচুর টাকা

নিউজশর্ট ডেস্কঃ এখন ব্যবসা করে অর্থ উপার্জন করতে চাইছেন অনেক মানুষই। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে করা যায় তাহলে তো সোনায় সোহাগা। এই ধরনের ব্যবসায় আপনি প্রতি মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এমনই একটি লাভজনক বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো।

এক্ষেত্রে একটি পোস্ট অফিস(Post Office) ফ্রাঞ্চাইজি খুলে নিতে পারেন। এই পোস্ট অফিসগুলিতে সরকারি বিভিন্ন রকমের কাজকর্ম করা হয়। পোস্ট অফিসে মানি অর্ডার পাঠানো, স্ট্যাম্প পোস্ট, স্টেশনারি পাঠানো, পোস্ট পাঠানো, অর্ডার করা, ইনভেস্টমেন্ট, সঞ্চয়, একাউন্ট খোলা সমস্ত কিছুই করা হয়। আর আপনি চাইলে নিজের বাড়িতেও পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি খুলে সেখান থেকে মোটা টাকা উপার্জন করতে পারেন।

ইতিমধ্যেই নতুন পোস্ট অফিস খোলার জন্য ফ্রাঞ্চাইজি স্কিম শুরু করে দিয়েছে। চলুন তাহলে ফ্রাঞ্চাইজের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এখানে পোস্ট অফিস থেকে দুই ধরনের ফ্রাঞ্চাইজি পাওয়া যায়। এরমধ্যে প্রথম ফ্রাঞ্চাইজি আউটলেটের এবং দ্বিতীয় ফ্রাঞ্চাইজি পোস্টাল এজেন্ট ফ্রাঞ্চইজি।

Post Office Scheme

আরও পড়ুন: ATM Fraud: বার বার ATM থেকে টাকা তুলছেন, সাবধান হন! কার্ড ঢোকানোর আগে এই জিনিষগুলি অবশ্যই মাথায় রাখুন

আপনি এই দুটো ফ্রাঞ্চাইজির মধ্যে যে কোন একটি বেছে নিতে` পারেন। পোস্ট অফিসের এমন কিছু এজেন্ট থাকেন যারা শহরে এবং গ্রামীণ এলাকায় পোস্টাল স্ট্যাম্প ও স্টেশনারি জিনিসপত্র সরবরাহ করে থাকেন। এদেরকে ডাক এজেন্ট ফ্রাঞ্চাইজ বলা হয়।

কিভাবে এই ফ্রাঞ্চাইজি খোলা যায়?

পোস্ট অফিস খোলার জন্য কমপক্ষে ২০০ ফুট অফিস এলাকা থাকা প্রয়োজন।

এখানে পোস্ট অফিস খোলার জন্য নূন্যতম ডিপোজিট লাগে ৫০০০ টাকা।

এই কাজ করার জন্য আপনাকে পোস্ট অফিস ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনাকে অফিসিয়াল লিঙ্ক https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf বিস্তারিত দেখতে পারেন।

স্পিড পোস্টের জন্য ৫ টাকা, মানি অর্ডারের জন্য ৩ থেকে ৫ টাকা, পোস্টাল স্ট্যাম্প এবং স্টেশনারির জন্য ৫% করে কমিশন পাবেন। বিভিন্ন পরিষেবার জন্য বিভিন্ন রকমের কমিশন ভাগ করা থাকে।

এই ব্যবসা করতে গেলে ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

মনে রাখবেন, পরিবারের কোন সদস্য পোস্ট বিভাগে কাজ করলে চলবে না।

এর পাশাপাশি ফ্রাঞ্চাইজি গ্রহণকারী ব্যক্তিকে অবশ্যই একটি স্বীকৃত স্কুল থেকে অষ্টম পাসের সার্টিফিকেট রাখতে হবে। এর জন্য ওই ব্যক্তিকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

এরপরেই ইন্ডিয়া পোষ্টের সাথে একটি এমওইউ স্বাক্ষর করতে হবে। সবকিছু ঠিক থাকলে আপনি এই ফ্রাঞ্চাইজি খুলে সেখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারবেন।

Avatar

Papiya Paul

X