PPF অ্যাকাউন্টের নিয়মে বড় বদল, ছোট্ট ভুলেই বন্ধ হতে পারে এই সুবিধা

PPF Rules Changed You Must Know before Investing

PPF অ্যাকাউন্টের নিয়মে বড় বদল, ছোট্ট ভুলেই বন্ধ হতে পারে এই সুবিধা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান তাহলে ব্যাঙ্কের তরফ থেকে একাধিক প্রকল্পে রয়েছে যেগুলিতে বিনিয়োগ করতে পারেন। এমনই একটি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF প্রকল্প। যেখানে প্রতিবছর নিজের মত করে টাকা বিনিয়োগ করতে পারবেন। বদলে সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই বেশি সুদ পাওয়া যায়। তবে এবার PPF এর ক্ষেত্রেও কিছু নিয়ম বদলে যেতে চলেছে। তাই আপনি যদি PPF অ্যাকাউন্ট করবেন ভেবেছেন বা ইতিমধ্যেই করেছেন তাহলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

PPF অ্যাকাউন্ট নিয়ে জারি নয়া নির্দেশ

নিয়ম অনুযায়ী পিপিএফ অ্যাকাউন্ট খোলার পর থেকে ১৫ বছর অবধি তাতে টাকা জমা করা যায়। এরপর সেটা ম্যাচিউরিটি হয়, বা টাকা তুলে নেওয়া যায়। তবে চাইলে এরপরে আরও বেশি সময়ের জন্য জমা করা টাকা রেখে মোটা সুদ পাওয়া যেতে পারে। একেত্রে নতুন করে ৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট রিনিউ করতে হত। তবে এবার জানা যাচ্ছে এই  নিয়মের ক্ষেত্রেই কিছু বদলে এসেছে।

আপনি যদি আপনার পিপিএফ অ্যাকাউন্ট পুনরায় রিনিউ করতে চান তাহলে সেটা ম্যাচিওর হওয়ার ১২ মাসের মধ্যেই আবেদন করতে হবে। এই নিয়ম আগে থেকেই চালু ছিল কিন্তু এবার নিয়মের পালন করার উপর জোর দেওয়া হয়েছে। তাই যদি ম্যাচিওর হওয়ার ১২ মাসের মধ্যে রিনিউয়ের আবেদন না করা হয় তাহলে অ্যাকাউন্টটি ডিফল্টার হয়ে যাবে আর নতুন করে এক্সটেনশন করা যাবে না।

নয়া নিয়মের ফলে কি অসুবিধা হতে পারে?

নিয়ম অনুযায়ী আপনি যদি ১৫ বছরে মাথায় ম্যাচিউরিটি শেষ হওয়ার ১২ মাসের মধ্যে নতুন করে পিপিএফ অ্যাকাউন্ট রিনিউ না করেন তাহলে পরে রিনিউ হলেও তাতে আর টাকা রাখা যাবে না। অর্থাৎ যে টাকা জমেছে সেটাই আরও ৫ বছরের জন্য জমা রেখে সুদ পেতে পারবেন। কিন্তু আলাদা করে আর কোনো টাকা জমা করতে পারবেন না।

আরও পড়ুনঃ যত খুশি তত টাকা আর ফেলা যাবে না সেভিং অ্যাকাউন্টে, না মানলে ৬০% ট্যাক্স কাটা হবে! নতুন নিয়ম আনল RBI

কিভাবে পিপিএফ অ্যাকাউন্ট রিনিউ করবেন?

আপনি যদি নিজের পিপিএফ অ্যাকাউন্ট রিনিউ করতে চান তাহলে অনলাইন ও অফলাইনে দুভাবে করতে পারেন। যদি আপনার নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং চালু থাকে তাহলে সেখান থেকেই অ্যাকাউন্ট রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন। আর যদি অফলাইনে করতে চান তাহলে যে ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা আছে সেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

সঙ্গে থাকুন ➥