Papiya Paul

বড়দিনে খুশির মেজাজে প্রসেনজিৎ, সান্তার সঙ্গে ছেলে মিশুককে নিয়ে জমিয়ে নাচ বুম্বা দা’র, রইল ভিডিও

বড়দিনের আলোর উৎসবে মেতে উঠেছিল গোটা শহর। একদিকে যেমন আলো তেমনি অন্য দিকে গোটা শহরে মানুষের ভিড়। করোনার চোখ রাঙ্গানিকে ফের উপেক্ষা করে উৎসবের আনন্দে মেতে উঠেছিল গোটা শহরবাসী। এই তালিকায় রয়েছেন বিনোদন জগতের সেলিব্রিটিরাও।

   

আর বড়দিনের উৎসবের এই খুশির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি তারকারা। বড়দিনের উৎসবে খুশির মুহূর্ত শেয়ার করেছেন টলিউডের ইন্ডাস্ট্রি ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফ থেকে। এদিন অভিনেতা শান্তাক্লজের সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন। আর সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

এই ভিডিওতে তার সঙ্গে সঙ্গ দিয়েছেন তার ছেলে তৃষাণজিৎ। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় লাল টুপি পড়ে সান্তাক্লজের সঙ্গে নাচ করছেন প্রসেনজিৎ আর তার পাশেই তাদের সঙ্গ দিয়েছেন ছেলে। ব্যাকগ্রাউন্ড রয়েছে ক্রিসমাস ট্রি। প্রিয় অভিনেতাকে এত সুন্দরভাবে নাচতে দেখে মন ভরে গিয়েছে তার অনুরাগীদের।

এই ভিডিওতে বাবা এবং ছেলের মধ্যে যে অসাধারণ কেমিস্ট্রি রয়েছে সেটাও বুঝতে পেরেছেন নেটিজেনরা। এখন মাঝেমধ্যেই ছেলের সঙ্গে দেখা যায় প্রসেনজিতকে। কখনো বাবার ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকেন, আবার কখনো কোন উৎসব অনুষ্ঠানে। মনে করা হচ্ছে, বাবার মতোই অভিনয় জগতে পা বাড়াবেন ছেলে।

যদিও বুম্বাদা কিছুদিন আগে জানিয়েছিলেন, তার ছেলের এখনো অভিনয় জগতে আসার কোন আগ্রহ তৈরি হয়নি। বরং ভারতীয় ফুটবল দলে খেলতে চান মিশুক। তবে ছেলে যদি অভিনয় জগতে আসতে চান সেক্ষেত্রেও কোন সমস্যা নেই বলে জানিয়েছিলেন বুম্বা দা।