Bengali Serial

anita

Bengali Serial: সোনামণি অতীত! নতুন সিরিয়ালে প্রতীকের নায়িকা হচ্ছেন এই সুন্দরী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় জুটির কথা উঠলে প্রথমেই আসে অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সোনামণি সাহার (Pratik Sen-Sonamoni Saha) নাম। স্টার জলসার সুপারহিট ধারাবাহিক ‘মোহর’-এ (Mohor) একসাথে জুটি বেঁধেছিলেন তাঁরা।

   

সেই থেকে তাঁদের জুটি দর্শকমহলে এতটাই জনপ্রিয়তা পায় যে দর্শকরা তাদের বারবার একসাথে জুটি বাঁধতেই দেখতে চান। দর্শকমহলে এই ‘সোনাতিক’ (Sonatik) জুটির ক্রেজ এতটাই বেশি যে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর দর্শকদের দাবি মেনেই স্টার জলসার আরও  একটি জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’য়  রাধিকা-অনির্বাণ রূপে ফিরে এসেছিলেন দর্শকদের প্রিয় এই জুটি।

তবে এবার আর তেমনটা হলো না। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলসার পর্দায় আসছে প্রতীক সেনের আরও এক নতুন ধারাবাহিক। এই খবর শোনার পর থেকেই দর্শকদের একাংশ বারবার দাবী জানাচ্ছিলেন প্রতীকের বিপরীতে তাঁরা সোনামণিকেই দেখতে চান।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,প্রতীক সেন,Pratik Sen,সোনামণি সাহা,Sonamoni Saha,সোনাতিক,Sonatik,সুকন্যা চক্রবর্তী,Sukanya Chakaborty,নতুন নায়িকা,New Heroine,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

কিন্তু টেলিপাড়া সূত্রের খবর আসন্ন এই নতুন ধারাবাহিকে প্রতীকের বিপরীতে সোনামণি নয় বরং থাকছেন একজন নতুন অভিনেত্রী। আর এই খবর মিলতেই মন ভেঙে গিয়েছে সোনাতিক  ভক্তদের।

আরও পড়ুন: রাজনীতির জন্য ছাড়বেন Didi No 1? জল্পনা প্রসঙ্গে প্রথম মুখ খুললেন রচনা

জানা যাচ্ছে আসন্ন ধারাবাহিকে প্রতীকের বিপরীতে দেখা যাবে নতুন অভিনেত্রী সুকন্যা চক্রবর্তীকে (Sukanya Chakraborty)। এটাই হতে চলেছে তাঁর প্রথম ডেবিউ ধারাবাহিক। জানা যাচ্ছে প্রতীকের নতুন নায়িকা সুকন্যা পেশায় একজন মডেল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,প্রতীক সেন,Pratik Sen,সোনামণি সাহা,Sonamoni Saha,সোনাতিক,Sonatik,সুকন্যা চক্রবর্তী,Sukanya Chakaborty,নতুন নায়িকা,New Heroine,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তবে সিরিয়াল শুরুর আগেই এই জুটিকে কার্যত বয়কট করেছেন দর্শকদের একাংশ। সকলেই  সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ দাবি জানিয়েছেন, ‘সোনামণি এবং প্রতীক সেনের জুটি- ই  ফিরিয়ে আনা হোক’। এখন দেখার শেষ পর্যন্ত ভক্তদের দাবি মণ হয় কিনা!