গত জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন আমাদের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এখনও পর্যন্ত ভালোভাবে দেখা মেলেনি তার ছোট্ট মেয়েটির। মাঝে মাঝেই মেয়ের ছবি পোস্ট করলেও তা কখনো মুখে স্টিকার লাগিয়ে তো আবার কখনও বা মুখ ঢেকে। এ থেকে স্পষ্ট যে এখনই মেয়ের মুখ প্রকাশ্যে আনতে চান না তিনি।
তবে এবার আর রাখঢাক না করে সামনেই এনেই ফেললেন নিজের একরত্তি মেয়েকে। রাখি বন্ধনের দিন প্রায় প্রকাশ্যে এনেই ফেললেন মেয়ে মালতিকে। এইদিন ইন্স্টা স্টোরিতে ছোট্ট পরীর একটা ছবি শেয়ার করেন তিনি। এবার আর মুখ ঢাকেননি ছবিতে। বরং মেয়ের মুখের নীচের অংশের একটা ক্লোজ ছবি নিয়েছেন পিগি চপস।
ছবিতে দেখা যাচ্ছে মিষ্টি পরীটাকে একটা সাদা রঙের টি শার্ট পরিয়েছেন প্রিয়াঙ্কা আর তাতে লেখা রয়েছে ‘দেশি গার্ল’। ক্যামেরায় মালতির ছোটো ছোটো হাত, পা, চিবুক সবই ধরা পড়েছে। আনমনেই যেন কোনোকিছুর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে সে। পেছন থেকে কেউ একজন টেনে বসিয়ে রেখেছে তাকে। ছবির ক্যাপশনেও প্রিয়াঙ্কা লিখেছেন #দেশি গার্ল।
প্রসঙ্গত, নিক প্রিয়াঙ্কার এই মিষ্টি মেয়ের পুরো নাম মালতি মেরি চোপড়া জোনাস। আসলে প্রিয়াঙ্কা এবং নিকের মায়ের নামের সাথে সামঞ্জস্য রেখেই এই নাম রাখা হয়েছে। এবার আর স্টিকার না দিলেও মন ভরে প্রিয়াঙ্কার মেয়েকে না দেখতে পেয়ে একটু হতাশই হয়েছেন অনুরাগীরা। আর কতদিন পর প্রকাশ্যে আনবেন মেয়েকে?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু। তিনি জানিয়েছেন যে, একেবারে মালতির জন্মদিনেই তাকে সর্বসম্মুখে আনবে নিক-প্রিয়াঙ্কা। এইবছর মাদার্স ডে এর দিন মালতির প্রথম ঝলক দেখিয়েছিলো প্রিয়াঙ্কা। প্রিম্যাচিওর বেবি হওয়ায় বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলো মালতি। প্রায় ১০০ দিনেরও বেশি সময় তাকে এনআইসিইউ-তে রেখেছিলেন চিকিৎসকরা।
এই সময়টা একা হাতে সবকিছু সামলেছেন প্রিয়াঙ্কা। কাজ, মেয়ে এমনকি স্বামী নিককেও তিনিই সামলেছেন। প্রসঙ্গত ‘সিটাডেল’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-র ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। পাশাপাশি ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির কাজও শুরু করবেন এবার। তবে খবর অনুযায়ী আলিয়ার বলিউড ফিরে আসার পরই এই ছবির কাজ শুরু হবে।