Prosenjit-Rituaparna

Prosenjit-Rituparna: নতুন বছরে নতুন চমক, প্রকাশ্যে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবির মুক্তির তারিখ!

নিউজশর্ট ডেস্কঃ  বাংলা বিনোদন জগতের সেরা জুটি হিসেবে পরিচিত আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসঙ্গে বহু সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। সেই তালিকায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে প্রাক্তন, দৃষ্টিকোণ সহ একগুচ্ছ সিনেমা আছে।

দেখতে দেখতে একসঙ্গে ৪৯ টি সিনেমা তারা করে ফেলেছেন। আর এবার ৫০ তম সিনেমার মুক্তি পাওয়ার পালা। ২০২৪ সালের শুরুতেই ৫০ তম সিনেমার কথা ঘোষণা হয়ে গিয়েছিল। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমার নাম ‘অযোগ্য’। এবার এই সিনেমা কবে মুক্তি পাবে তা জানানো হয়েছে।

নববর্ষের দিন এই ছবি নির্মাতাদের তরফ থেকে দর্শকদের জন্য খুশির খবর শোনানো হল। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ৫০ তম ছবি আগামী ৭ই জন মুক্তি পেতে চলেছে। বলাই বাহুল্য, ওই দিন মুক্তি পেতে চলেছে জিতের ‘বুমেরাং’। অর্থাৎ জিতের সঙ্গে বক্স অফিসে টক্কর দিতে চলেছেন প্রসেনজিৎ।

আরও পড়ুন: Bengali Serial: দর্শকদের অনুরোধের সাথেই অর্থনৈতিক সুরক্ষা দরকার! ধারাবাহিকে কামব্যাক করার আগে অকপট শন

অযোগ্য ছবির পোস্টারে দেখা যাচ্ছে যে এক ব্যক্তির বুড়ো আঙ্গুলে কালি দাগ লেগে রয়েছে। তার মধ্যে লেখা রয়েছে ‘অ’ এর পাশে যোগ্য শব্দটি যুক্ত করা আছে। আর এর পরে আবছা ভাবে রয়েছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মুখ। এই ছবিটি প্রযোজনা করছেন সুরিন্দর ফিল্মস আর ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছে কৌশিক গাঙ্গুলী। আগামী ৭ জুন এই ছবিটি মুক্তি পেতে চলেছে।

Avatar

Papiya Paul

X