Papiya Paul

সিনেমা নিয়ে ব্যস্ত বাবা, কলকাতা থেকে দূরে কেমন পুজো কাটালেন প্রসেনজিতের একমাত্র মেয়ে?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিনেমার অন্যতম মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। বিগত ৩০ বছর ধরে এখনো পর্যন্ত তিনি দেখিয়ে চলেছেন নিজের দক্ষতা। বাণিজ্যিক ছবি থেকে আর্ট ফিল্ম, সবেতেই তিনি অনবদ্য। ৬০ বছর বয়সেও তার অভিনয় ও গ্ল্যামারের কাছে হার মানতে হয়েছে অনেককে। এহেনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়র বাস্তব জীবনও ছিল খানিকটা সিনেমার মতন। বিয়ের পিঁড়িতে বসেছেন তিন-তিনবার। আর তাঁর দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার ঘরেই জন্মগ্রহণ করে তার মেয়ে। তবে এখন মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই প্রসেনজিতের।

   

এবারের পুজোর কলকাতাতেই ছিলেন বুম্বাদা। নিজের নতুন সিনেমা ‘দশম অবতারের’প্রমোশন নিয়ে ছিলেন চূড়ান্ত ব্যস্ত। হল ভিজিট থেকে প্যান্ডেল দর্শন, এইসব নিয়েই ছিলেন তিনি। কখনও নিজেই বাজিয়েছেন ঢাক আবার কখনও কোমর দুলিয়েছেন ঢাকের তালে। আর এই দিকে তার থেকে অনেক দূরে লন্ডন শহরে একান্তে পুজো কাটালেন তার প্রাক্তন স্ত্রী ও কন্যা।

আসলে দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই অপর্ণার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ। কিন্তু বেশি দিন টেকেনি তাদের এই বিবাহ। ২০০২ সালে প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদ ঘটে অপর্ণার। এরপরই কন্যা প্রেরণাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন অপর্ণা। বরাবরই খবর, লাইম লাইট থেকে দূরে থাকতে ভালোবাসেন তিনি। সেই কারনেই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এখন তারা প্রবাসী, বহু বছর ধরেই তারা রয়েছে লন্ডনে। এমনকি মেয়ে প্রেরণারও পড়াশোনা সব লন্ডনে। বর্তমানে প্রসেনজিতের সঙ্গে তাদের কোনরকম যোগাযোগ নেই। তবে নানান সময়ে তাদের নানান ছবি ঘুরে ঘুরে আসে সোশ্যাল মিডিয়ায়। এদিন দুর্গাপুজো নিয়েও অপর্ণার একটি ইনস্টাগ্রাম পোস্টে দেখা মেলে, সেখানে দেখা মেলে তাদের উৎসব উদযাপনের নানান ছবির। দেখা যায় পুজোর মুডে সকলে আড্ডা দিতে ব্যস্ত। কন্যা প্রেরনাকে দেখা যায় অবাঙালি স্টাইলে শাড়ি পড়তে।

তবে, অপর্ণাকে আবার দেখা যায় বাঙালি স্টাইলে শাড়ি পড়ে ছবি দিতে। এই ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, ” আমার বাড়িতে সপ্তমীর সন্ধ্যে এই ভাবে কাটলো। পরিবারের মতন বন্ধুদের পেয়ে আমি ধন্য, যারা কলকাতা থেকে সবাই দূরে। আজকের বিকেল সত্যি বিশেষ”। শুধু বাঙালি সাজই নয় এদিন তার বাড়িতে ছিল একাধিক বাঙালি খাবারও। মাটন, চিংড়ির নানান খাবার ছিল তার বাড়িতে। এক কথায় শহর থেকে দূরে থেকেও পুজো উদযাপনে কোনো খামতি রাখেননি অপর্ণা।