শুটিংয়ের ফাঁকে ১-২ ঘন্টা পড়েই দুর্দান্ত রেজাল্ট, CBSE-র দ্বাদশ শ্রেণীতে কত পেল পূবের ময়না?

Puber Moyna actress Aishani Dey CBSE Results

শুটিংয়ের ফাঁকে ১-২ ঘন্টা পড়েই দুর্দান্ত রেজাল্ট, CBSE-র দ্বাদশ শ্রেণীতে কত পেল পূবের ময়না?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক আগেই বেরিয়েছে। এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলও প্রকাশ্যে এসেছে। প্রথম থেকে শুরু করে সেরা দশের পাশাপাশি টেলি অভিনেত্রটি ঐশানী দে-এর রেজাল্ট কেমন হল সেটা নিয়ে বেশ আগ্রহ রয়েছে বাঙালির, বা বলা ভালো বাঙালি দর্শকদের। কেমন রেজাল্ট হল পুবের ময়না অভিনেত্রীর? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

বেশ কিছুদিন হল শেষ হয়েছে জি বাংলার পুবের ময়না ধারাবাহিক। সেখানেই প্রধান চরিত্র ময়না হিসাবে দেখা যেত ঐশানীকে। তবে সাপ্তাহিক TRP তালিকায় খুব একটা ভালো ফলাফল না হওয়ার জেরে

দ্বাদশ শ্রেণীর রেজাল্টে কত পেল পুবের ময়না?

১৩ই মে প্রকাশ্যে এসেছে CBSE বোর্ডের রেজাল্ট। আর এবার জানা যাচ্ছে, পুবের ময়না সিরিয়ালের অভিনেত্রী ঐশানী দুর্দান্ত রেজাল্ট সহ পাশ করেছেন। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সমানভাবে পারদর্শী অভিনেত্রী। এদিন ঐশানীর মা জানান, ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। ৯২% নাম্বার পেয়ে পাশ করেছে। এটা যে পাবে আমরা ভাবতেও পারিনি। কারণ যখন পরীক্ষা চলছিল তখন শুটিংও চালু ছিল। পরীক্ষা দিয়ে শুটিংয়ে গিয়েছে, আর রাত্রে মাত্র ১ থেকে ২ ঘন্টা সময় পেয়েছে পড়ার জন্য।

এতকিছুর পরেও ৩টি বিষয়ে প্রায় ১০০ এর কাছেই নাম্বার। কোন কোন বিষয়ে? উত্তর হল পেইন্টিং, পলিটিক্যাল সাইন্স ও মাস মিডিয়া। হ্যাঁ ঠিকই দেখছেন ভালো অভিনয়ের পাশাপাশি দারুণ আঁকতেও পারেন অভিনেত্রী। সব মিলিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৫৩০ পেয়েছেন ৬০০ এর মধ্যে। অল ইন্ডিয়াতে ১২.৫ র‍্যাঙ্ক হয়েছে ‘ময়না’ অভিনেত্রীর। তবে পড়াশোনার জন্য আলাদা করে কোনো চাপ কখনোই মেয়েকে দেওয়া হয়নি বলেও জানান অভিনেত্রীর মা।

আগামীতে কি নিয়ে পড়বেন ঐশানী?

এত ভালো রেজাল্ট করা পাশ করার পর আগামীতে কি  নিয়ে পড়তে চান অভিনেত্রী? এই সম্পর্কে জানতে চ যাওয়া হলে অভিনেত্রীর মা জানান, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি ঐশানী। মিডিয়া বা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ার ইচ্ছা আছে আবার ‘লিঙ্গুইস্টিকস’ নিয়ে পড়ার ইচ্ছাও রয়েছে। তবে কোন কলেজে কত নাম্বার চাইছে সেটাও দেখতে হবে।

আরও পড়ুনঃ গরমে যাত্রীদের উদ্দেশ্য দারুণ সুখবর, হাওড়া-কাটোয়া রুটে ছুটবে AC লোকাল, দেখুন স্টপেজ সহ ভাড়া

এক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হল তাহলে কি অভিনয় থেকে বিরতি নেবেন ঐশানী? এর উত্তরে জানা যাচ্ছে, অভিনয় চলবে সাথে পড়াশোনাও চলবে। সিরিয়ালে হয়তো নাও দেখা যেতে পারে তবে সিনেমা কিংবা সিরিজ হলে করবে যতটা পড়াশোনা ম্যানেজ দিয়ে করা যায়।

সঙ্গে থাকুন ➥