Prosenjit Chatterjee

Moumita

৬১-র প্রসেনজিৎ, ৩৬-র পূজা, হাঁটুর বয়সী নায়িকার সাথে রোম্যান্স বুম্বা-দার, মুহূর্তেই ভিডিও ভাইরাল

আজকাল ভালোই সংবাদ শিরোনামে রয়েছেন পূজা। বিশেষ করে জি বাংলার জনপ্রিয় শো ‘ডান্স বাংলা ডান্স’র (Dance Bangla Dance) বিচারকের আসনে বসার পর থেকে তো চর্চার তুঙ্গে রয়েছেন তিনি। শুভশ্রী, শ্রাবন্তীদের সাথে বেশ ভালই নাম কামাচ্ছেন অভিনেত্রী পূজা (Puja Banerjee)।

   

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা ব্যাপক। এই মুহূর্তে তার ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা বেড়ে হয়েছে ২.৩ মিলিয়ন। তার যে কোনো পোস্টে রিয়েকশন আর কমেন্টের সংখ্যাও বিশাল। আর হবে নাই বা কেন, তিনি বলিউডেও ডেবিউ করেছেন।

প্রসঙ্গত, পূজা আপাতত মুম্বাইয়েরই স্থায়ী বাসিন্দা। টলিউডের পাশাপাশি ডেবিউ করেছেন বলিউডেও। গ্ল্যামার জগতের দুই পাড়াতেই তার বিস্তর নামডাক। পরিচিতিও তৈরি করেছেন ভালোই। আর পরিবারের কথা বললে, স্বামী সন্তান নিয়ে চুটিয়ে সংসারও করছেন তিনি।

এরইমধ্যে খবর মিলেছে, খুব শীঘ্রই পরিচালক রাজা চন্দের আগামী ছবিতে দেখা যাবে তাকে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেখানে তাকে দেখা যাবে প্রসেনজিতের (Prosenjit Chatterjee) বিপরীতে। শ্যুটিংয়ের মাঝে প্রসেনজিতের সঙ্গে চাঁদনী গানে একটি রোমান্টিক রিলও বানিয়েছেন পূজা। আর তারপর থেকেই বেশ হইচই পড়েছে।

https://www.instagram.com/reel/Cp5RGbtBZGi/?utm_source=ig_web_copy_link 

আসলে পূজা আর প্রসেনজিৎ-র মধ্যে বয়সের ব্যবধান অনেকটাই। বুম্বাদার চেয়ে ২৫ বছরের ছোট পূজার সাথে রোম্যান্স দেখে চক্ষু চড়কগাছ সবার। এর পরেই চরম সমালোচনার শিকার হয়েছেন বুম্বাদা। অনেকে তো এটাও বলছে যে, ‘মেয়ের বয়সী নায়িকার সাথে রোম্যান্স করার আগে একবার অন্তত ভাবা উচিত ছিল।’ তবে ভিডিয়ো দেখে বয়সের সেই তফাৎ বোঝা খুবই মুশকিল।