পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাসের শেষে মাইনে ঢোকা থেকে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবেই। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয়। না হলে আচমকাই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। সম্প্রতি গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ছোট্ট একটি কাজ করতে হবে, না হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিজ্ঞপ্তি জারি
হ্যাঁ ঠিকই দেখছেন, সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে আগামী ২৬ শে মার্চের মধ্যেই গ্রাহকদের কিছু নথিপত্র জমা দিতে বলা হয়েছে। যদি সেটা না করা হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কাদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে আর কি করতে হবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
পুরোনো অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই জারি নির্দেশ
যেমনটা জানা যাচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা বিগত ৩ বছরে একবারও টাকার লেনদেন করেননি তাদের কেওয়াইসি জমা দিতে হবে। ২৬শে মার্চের মধ্যে যদি সেটা না করা হয় তাহলে অ্যাকাউন্টার সুরক্ষার স্বার্থেই সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে ব্যাঙ্কের তরফ থেকে।
অ্যাকাউন্ট চালু রাখতে কি করবেন?
আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক হন আর বিগত ৩ বছরে কোনো লেনদেন না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই KYC জমা দিতে হবে। এর জন্য আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র ও সম্প্রতিকালে তোলা পাসপোর্ট ছবি নিয়ে নিকটবর্তী ব্রাঞ্চে হাজির হতে হবে। এরপর সেখান থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন, তারপর ফর্মটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স সহ নিজের স্বাক্ষর করে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ শনিবার থেকে দক্ষিণবঙ্গে হুরমুরিয়ে বাড়বে গরম, আজ ৪ জেলায় বৃষ্টি
যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন?
যদি আপনি আগামী ২৬শে মার্চের মধ্যে কেওয়াইসি না জমা দিতে পারেন তাহলে ব্যাঙ্কের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যদি তেমনটা হয় তাহলে সেই অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে অ্যাকাউন্ট চালু করার আবেদন ও KYC জমা দিতে হবে তাহলেই আবার অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে। তবে দেরি না করে সময়ের মধ্যেই KYC জমা দিয়ে দেওয়া উচিত।