Pushpa 2

anita

Pushpa: পাঠান-জওয়ানের রেকর্ড ভাঙতে এবার আসছে পুষ্পা ২! কবে মুক্তি পাচ্ছে এই সিনেমা?

নিউজ শর্ট ডেস্ক: মুক্তির পর থেকেই বক্স অফিসের রীতিমতো ঝড় তুলেছিল দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন (Allu Arjun) অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। (Pushpa The Rise) ২০২১ সালের ১৭ ডিসেম্বর বড় পর্দায় মুক্তির পর থেকেই পুষ্পা জ্বরে কাঁপছিল গোটা দেশ। পুষ্পার হাঁটাচলা, কথা বলা, কিংবা সিগনেচার নাচের স্টাইল অথবা সেই বিখ্যাত সংলাপ ভক্তদের মনে আজও অটুট পুষ্পা: দ্য রাইজের ম্যাজিক।

   

সেই থেকেই পুষ্পা: ২ অর্থাৎ ‘পুষ্পা টু: দ্য রুল’ (Pushpa The Rule) মুক্তির অপেক্ষায় ছিলেন গোটা দেশে সিনে-প্রেমীরা। অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে পুষ্পা ২ মুক্তির তারিখ জানালেন পুষ্পা সিনেমার গোটা টিম। সম্প্রতিএই  ছবির সিকুয়েল নিয়ে পুষ্পার প্রযোজনা সংস্থার তরফ থেকে সিনেমার নতুন পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে , ‘বক্স অফিস দখল করতে পুষ্পা ফিরছে ২০২৪ সালের ১৫ আগস্ট।’

পুষ্পার নাচের স্টাইল থেকে সংলাপ বলা কিম্বা তার হাঁটাচলা সবেতেই একসময় বুঁদ  ছিল ৮ থেকে ৮০ গোটা দেশবাসী। সূত্রের খবর পুষ্পার এই দ্বিতীয় ভাগে আসছে বিরাট বদল। ক্লাইম্যাক্স দেখে নাকি মাথা ঘুরে যাবে দর্শকদের। পরিচালক সুকুমার পুষ্পা ২ সম্পর্কে সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘পুষ্পা’ ছবিটি গোটা দেশে যেভাবে সাফল্য পেয়েছিল সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগের চিত্রনাট্য সাজানো হচ্ছে।

আল্লু আর্জুন,Allu Arjun,পুষ্পা ২,Pushpa 2,পুষ্পা দ্য রুল,Pushpa The Rule,Release Date,মুক্তির তারিখ,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এই সিনেমার  নতুন চমক হল আলু আল্লু আর্জুনের নতুন লুক।  পুষ্পা ২তে অভিনেতাকে দেখা যাবে একেবারে নতুন রূপে।  শুধু তাই নয় এই নতুন সিনেমায় বিশেষ গুরুত্ব পেতে চলেছে ফাহদা ফাসিলের চরিত্রটিও। যা এই সিনেমার জন্য অন্যতম মূল ইউএসপি হয়ে উঠতে পারে। ‘পুষ্পা টু’ এর প্রথম পোস্টারই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল।

আরও পড়ুন: প্রেমিক থেকে শত্রু! শ্যামলীর জীবন তছনছ করতে নতুন চরিত্রে কামব্যাক কিঞ্জলের

সেখানে দেখা গিয়েছিল  আল্লু অর্জুনের কপাল লাল টকটকে, গাল দুটি আবার নীল আর জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। তাঁর পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ, হাতে ধরা বন্দুক। সবমিলিয়ে পোস্টারে আল্লু অর্জুনের সাজের সাথে বেশ মিল পাওয়া যায় বৃহন্নলার। আর এরইমধ্যে এসেছে এই সিনেমার নতুন পোস্টার। সেখানে দেখা গেছে, অভিনেতার আবছা প্রতিচ্ছবি। তবে স্পষ্ট তার আঙুলের নেলপলিশ। সেইসাথে আঙুলে আংটির ছড়াছড়ি, আর হাতে ধরা বন্দুক।