Technology

anita

Technology: সস্তায় পুষ্টিকর! নামমাত্র টাকায় ভারতে এবার ঝাক্কাস 5G মোবাইল আনছে Qualcomm

নিউজ শর্ট ডেস্ক: ক্রমবর্ধমান অগ্রগতির দিকে তাকিয়ে ভারতীয় বাজারের দিকে এখন নজর রয়েছে দেশ-বিদেশের বহু নামি-দামি কোম্পানির। বিশেষ করে বিভিন্ন ধরনের টেক সংস্থা ইতিমধ্যেই ভারতীয় বাজারকে পাখির চোখ করে একাধিক বড় পদক্ষেপ নিতে শুরু করেছে।

   

পাশাপাশি এখনকার দিনে যে হারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব বাড়ছে সেকথা বিবেচনা করেই ইদানিং জোর দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)-এর ওপরেও। এই অবস্থায় ভারতীয়দের জন্য এসে গিয়েছে একটি বড়সড় আপডেট।

সম্প্রতি কোয়ালকম ইন্ডিয়ার (Qualcomm India) প্রেসিডেন্ট স্যাভি সোইন বড়সড় এক আপডেট দিয়ে জানিয়েছেন হাইব্রিড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত উদ্বোধনের জন্য এই মুহূর্তে ভারতের কাছে রয়েছে এক সুবর্ণ সুযোগ । এছাড়াও ভারতের একাধিক কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

প্রযুক্তি,Technology,কোয়ালকম ইন্ডিয়া,Qualcomm India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,৫ জি স্মার্টফোন,5G Smartphone

 

জানা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার এই চিপ ডিজাইনার সংস্থা ভারতের বাজারে এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন (5G Smartphone) আনার জন্য ইতিমধ্যেই ভারতে OEM এবং অপারেটরদের সাথে কাজ করা শুরু করেছে। এই সংস্থার তরফে জানানো হয়েছে ভারত এমন একটি জায়গা যার পরতে পরতে রয়েছে উন্নয়ন। তবে এই সংস্থা শুধু ভারতীয় বাজারই নয়, বরং সুযোগ খুঁজছে রপ্তানির জন্যও।

আরও পড়ুন: দামে কম কিন্তু মানে ভালো, মাত্র ১০,৪৯৯ টাকায় মিলছে Realme-র নতুন 5G ফোন

এই কোম্পানি এমন একটি চিপসেট তৈরি করছে যার দাম হবে  ১০০ ডলারের-ও কম। অর্থাৎ আগামী দিনে ভারতের বাজারে আসছে প্রায় ৮ হাজার টাকা দামের 5G স্মার্টফোন। কোয়ালকম এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন আনার জন্য ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের সমস্ত অপারেটরদের দিকেও।  তাদের বিশ্বাস করে  এই ধরণের প্রযুক্তি সাধারণ মানুষদের জন্য উপলব্ধ হওয়া জরুরি।

প্রযুক্তি,Technology,কোয়ালকম ইন্ডিয়া,Qualcomm India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,৫ জি স্মার্টফোন,5G Smartphone

প্রসঙ্গত Reliance Jio-কে কৌশলগত অংশীদার হিসাবে বর্ণনা করে কোয়ালকম ইন্ডিয়ার প্রেসিডেন্ট স্যাভি সোইন বলেন, ‘আমরা তাদের সাথে ফিক্সড ওয়্যারলেস এবং তাদের প্রাথমিক 4G ডিভাইসে কাজ করছি।’ সেইসাথে এদিন তিনি বলেছেন, ‘আমরা Jio-র সাথে একাধিক উদ্যোগ নিচ্ছি। তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।