বলিউড,বিনোদন,আর মাধবন,বেদান্ত মাধবন,সাঁতার,সোনা,প্রতিযোগিতা,৪৮ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ,Bollywood,Entertainment,R Madhavan,Vedant Madhavan,Swiming,Gold,Competition,48th Junior National Aquatic Championship

Moumita

স্টারকিড হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন মাধবন পুত্র, সোনা জিতে নতুন রেকর্ড জয় বেদান্তর

সম্প্রতি আবারও বিশ্ব রেকর্ড তৈরি করলো বেদান্ত মহাদেবন।‌ ৪৮ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন অভিনেতা আর মাধবনের পুত্র বেদান্ত। সেই খবরই টুইট করে অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

   

১৫০০ মিটারের ফ্রী স্টাইলে ছেলের দূর্দান্ত সাঁতারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর মাধবন। এই প্রতিযোগিতায় সোনা জিতে নিয়েছে তার ছেলে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখন সকলের মুখেই এক কথা, ‘গুণী বাবার গুণী ছেলে, শুধু বাবারই মুখ উজ্জ্বল করেনেই, উজ্জ্বল করেছে গোটা দেশের নাম”। গত রবিবারই ছেলের এই সোনা জয়ের ভিডিওটি টুইট করেছেন অভিনেতা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদিকে সামনে সাঁতার কাটছে বেদান্ত আর পেছনে সঞ্চালক বলছেন, ‘১৬ মিনিটের মাথায়, বেদান্ত ভেঙেছে অদ্ভেত পেজের রেকর্ড ৭৮০ মিটার মার্কে। আমি ভাবতেই পারিনি ও এটা করতে পারবে। কিন্তু বেদান্ত দারুণভাবে ওর গতিকে কাজে লাগিয়েছে।’

এর সাথে সাথে মাধবন পুত্রের ‘আর্ম অ্যাকশন’ আর ‘কিক’-এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে সঞ্চালক বলেছেন, ‘আমি কখনও ভাবিনি ও রেকর্ডের জন্য চেষ্টা করছে।’ ছেলের এই জয়ে বাবা যে কতটা গর্বিত তা মাধবনের টুইট দেখলেই বোঝা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘কখনও না বলো না। সঙ্গে জোড় হাত, হার্ট আর জড়িয়ে ধরার ইমোজি। ১৫০০ মিটারে ন্যাশনাল জুনিয়ার রেকর্ড ভাঙল।’

পোস্ট প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা আর শুভেচ্ছা। কেউ কেউ লিখেছেন, ‘সেই বাবা-মায়েরা খুব সৌভাগ্যবান হয় যাঁরা পরিচিতি পায় নিজের সন্তানের কারণে। আপনিও তাঁদের মধ্যে একজন। আমি আপনাকে খুব পছন্দ করি।’ তো কেউ আবার শুভেচ্ছা জানিয়েছে এই বলে, ‘আপনাদের অনেক শুভেচ্ছা। একজন বাবা হিসেবে হয়তো ছেলের এই সাফল্য আপনাকে গর্বিত করেছে। আমার বিশ্বাস বেদান্তকে নিয়ে একদিন গোটা ভারত এভাবেই গর্ব করবে।’

প্রসঙ্গত, এর আগেও এপ্রিল মাসে কোপেনহেগেনের দানিশ ওপেনে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন বেদান্ত। সেই সময় বলিউডের শীর্ষস্থানীয় তারকা যেমন কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া বেদান্তকে শুভেচ্ছা জানিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। জানিয়ে রাখি এখানেই শেষ নয়, আগামী অলিম্পিকের জন্য জোরকদমে প্রস্ততি শুরু করে দিয়েছেন ম্যাডি পুত্র।