Papiya Paul

ভালো চাকরি ছেড়ে অভিনেতা হন, প্রতিভা থাকা সত্বেও পাননি যোগ্য সম্মান, রবি ঘোষের জীবন যেন সিনেমার গল্প

রবি ঘোষ(Rabi Ghosh) এই নামেই সকলে তাকে চেনেন। কিন্তু তার আসল নাম যে রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার এটা অনেকেই হয়তো জানেন না। এই অভিনেতা পর্দার সামনে দাঁড়ালে সকল দর্শকের মুখে হাসি ফুটে উঠত। এক অসাধারণ অভিনয় গুণ ছিল তার মধ্যে। এইজন্যেই তো স্বয়ং সত্যজিৎ রায় বাঘা চরিত্রের জন্য তাকেই বেছে নিয়েছিলেন। আর সত্যিই সত্যজিৎ রায়ের সেই নির্বাচনকে প্রমাণ করতে পেরেছিলেন রবি ঘোষ।

   

দেখতে দেখতে তার মৃত্যুর ২৫ বছর কেটে গিয়েছে। বাংলার এই প্রতিভাবান শিল্পীকে আর কজনই বা মনে রেখেছেন? বর্তমান সময়ের কত জন যুবক বা রবি ঘোষের ছবি দেখেছেন? এই প্রশ্নগুলো সত্যি থেকেই যায়। তার অভিনয়ের জন্য পর্যাপ্ত প্রশংসা কি তিনি সত্যি পেয়েছিলেন? হয়তো পাননি। আর তাই এইসব বিষয় নিয়ে তার আফসোস ছিল প্রচুর। দর্শকদের কাছে তিনি পছন্দের অভিনেতা হলেও বেঁচে থাকাকালীন কোন বড় সম্মান জোটেনি তার কাছে।

এই অভিনেতা কিন্তু অভিনয় জীবনে আসার আগে আদালতে ভালো একটি পোস্টে চাকরি করতেন। কিন্তু অভিনয়ের প্রতি গভীর ভালোবাসার টানে সেই চাকরি ছেড়ে তিনি এসেছিলেন। ‘শো মাস্ট গো অন’ এই কথাটা সবসময় রবি ঘোষের কানে বাজতো। আর তাইতো মাহের দেহদান করেও শুটিং ফ্লোরে এসেছিলেন রবি ঘোষ। আপনারা জানলে অবাক হবেন এই রবি ঘোষ প্রথম জীবনে কিন্তু অভিনেতা হতে চাননি।

তিনি বডি বিল্ডার হতে চেয়ে ছিলেন। আর তাই নিয়মিত শরীরচর্চা করতেন। জিমে না গেলেও কেবলমাত্র মর্নিং ওয়াক এবং বাড়িতে নিয়মিত ব্যায়াম করতেন রবি ঘোষ। এই প্রতিভাবান অভিনেতার অসামান্য অভিনয় গুনকে সত্যিই কুর্নিশ।