পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা ভ্রমণের প্রয়োজনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে সফর করেন। বিশেষ করে দূরত্ব বেশি হল কম খরচে যাত্রা করার ক্ষেত্রে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনই শ্রেষ্ঠ মধ্যবিত্তের কাছে। কিন্তু সমস্যা হল সীমিত সংখ্যক সিট থাকার কারণে টিকিট পাওয়া মুশকিল হয়ে যায়। এক্ষেত্রে কখনো RAC তো কখনো ওয়েটিং লিস্টের টিকিট নিয়েই সফর করেন অনেকে। এবার এই সমস্যার সমাধান করে সুখবর দিল ভারতীয় রেল।
RAC টিকিটের যাত্রীদের জন্য সুখবর দিল রেল
আপনি যদি শেষ মুহূর্তে টিকিট কাটেন তাহলে অনেক ক্ষেত্রেই RAC হয়ে যায়। এক্ষেত্রে যাত্রাকালীন সিট পাওয়া যায় ঠিকই। তবে এক্ষেত্রে একটি সিটে দুজন যাত্রীকে যেতে হত আর একটি মাত্র বেডরোল দেওয়া হত, যেটা বেশ অসুবিধার। তবে এবার আর তেমনটা হবে না, বরং RAC যাত্রীদেরও একটি বেডরোল দেওয়া হবে। এর মধ্যে চাদর, কম্বল ও আরও অনেক জিনিস থাকবে। ফলে যাত্রা আরও কিছুটা আরামদায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
আসলে সময়ের সাথে ধীরে ধীরে একাধিক আপগ্রেডেশনের কাজ চলছে ভারতীয় রেলে। নতুন রেলপথ থেকে নয়া প্রযুক্তির অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস নেমেছে ট্র্যাকে। তাছাড়া কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে IRCTC ও IRFC এই দুই কোম্পানিকে নবরত্ন কোম্পানি হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে। তাই এবার যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করার উদ্দেশ্যে ব্যবস্থা নিল রেল।
টিকিটের সম্পূর্ণ ভাড়া দিলেও সুবিধা অর্ধেক
আপনি যদি টিকিট কাটতে গিয়ে RAC টিকিট পান তাহলে আপনার টিকিটটি বৈধ ও সম্পূর্ণ ভাড়া দিতে হলেও তাতে কনফার্ম টিকিটের মত সুবিধা মেলে না। তবে এবার এই টিকিটেই বাড়ল সুবিধা, বার্থে পৌঁছাতেই কোচ অ্যাটেন্ডেন্টের থেকে বেডরোল নিয়ে নিতে পারবেন।
আরও পড়ুনঃ চড়া ছাড় দিতে দেদার বিকোচ্ছে নকল ওষুধ! স্বীকার করছে ব্যবসায়ী সংগঠন, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর
প্রসঙ্গত, নতুন নিয়ম সম্পর্কে এক রেল আধিকারিক জানাচ্ছেন, RAC টিকিদের যাত্রীদের কনফার্ম টিকিটের যাত্রীর মতই সুবিধা দেওয়া হবে বার্থে পৌঁছালেই বিছানার চাদর ও কম্বল পাওয়া যাবে। স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।