Papiya Paul

সিনেমায় হাতেখড়ি রাহুল-সহজের! বাবার পরিচালনায় সিনেমায় পা দেবে ছোট্ট ছেলে

‘চিরদিনই তুমি যে আমার’ এই ছবি বাংলা চলচ্চিত্র জগতে দাগ কেটে দিয়েছিল। পরিচালক রাজ চক্রবর্তীর(Raj Chakraborty) দৌলতে নতুন জুটি পেয়েছিল টলিউড। এই সিনেমায় রাহুল(Rahul Banerjee) ও প্রিয়াঙ্কার(Priyanka Sarkar) অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এই ছবিতে সিনেমায় তাদের দুজনের মিল না থাকলেও পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবে। এই প্রেম বিয়ে পর্যন্ত পৌঁছেছিল।

   

রাহুল-প্রিয়াঙ্কার একসময় সুখের সংসার ছিল। যদিও কয়েক বছর সুখের সংসারের পরে তাদের ছন্দপতন ঘটে। তাদের এক ছেলে রয়েছে যার নাম সহজ। বর্তমানে দুজনে আলাদা থাকলেও ছেলের সহজ এর কথা ভেবে এখনো আইনী বিচ্ছেদ নেয়নি রাহুল এবং প্রিয়াঙ্কা। দুজনে ছেলের দায়িত্ব নিয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে, সিনেমাতে একই সঙ্গে দেখা যাবে বাবা ও ছেলেকে। সিনেমায় হাতে খড়ি দেবে ছেলে সহজ।

অভিনেতা রাহুল এবার ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পেছনে সিনেমা তৈরি করতে চলেছেন। অর্থাৎ পরিচালনায় হাতে খড়ি দেবেন রাহুল, যেটা অভিনেতার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। শোনা যাচ্ছে, এই ছবির নাম হতে চলেছে ‘কলকাতা 96’। এখানে কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ সবকিছুই তৈরি করেছেন রাহুল। প্রযোজকের সঠিক খোঁজ না পাওয়ায় এই কাজ করতে পারেননি তিনি। তবে এবার জানা যাচ্ছে, এই ছবির প্রযোজনা দায়িত্ব নিয়েছেন রানা সরকার।

এই ছবিতে অভিনয় করবেন রাহুল রাহুলের ছেলে সহজ। অর্থাৎ একই সিনেমায় বাবা ও ছেলের হাতে খড়ি খড়ি। এই ছবি প্রসঙ্গে রাহুল বলেছেন, ‘এই কাহিনীতে সহজের বয়সের একটা চরিত্র রয়েছে। তাই ওকে নেওয়ার কথা ভাবলাম।’ এখন ছবির কাস্টিং নিয়ে চূড়ান্তভাবে কিছু ভাবা হয়নি কিন্তু ঋত্বিক চক্রবর্তী থাকবেন সেটি জানা গিয়েছে। এছাড়া রাহুল জানিয়েছেন, ‘এটা তিন দিনের গল্প। দক্ষিণ কলকাতার এক বাঙাল পাড়ার একটা পরিবারে ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে কী কী হয়, তা নিয়েই আমার ছবি।’ এছাড়া এখানে ১৯৯৬-এর ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের মাঠে সেঞ্চুরির বিষয়টিও দেখানো হবে।