Arijit

টানা ব্যর্থ ব্যাটসম্যানরা! চিন্তায় ভারতের হেডকোচ রাহুল দ্রাবিড়

এজবাস্টনে তিন দিন দুর্দান্ত পারফরমেন্স করেও চতুর্থ ও পঞ্চম দিনে খারাপ খেলে টেস্ট ম্যাচ হারতে হয়েছে ভারতকে। ম্যাচের চতুর্থ দিনে যেখানে ইংল্যান্ডের ঘাড়ে বড় রান চাপিয়ে দেওয়ার দারুন সুযোগ তৈরি হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের কাছে সেখানে ব্যাটিং ব্যর্থতার কারণে দ্রুত শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

   

তৃতীয় দিনেই 250 রানে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। হাতে ছিল সাতটি উইকেট, তার সত্ত্বেও মাত্র 378 রানের টার্গেট দিয়েই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের ঘাড়ে বড় রান চাপিয়ে দেওয়া দারুন সুযোগ হাতছাড়া হয় ভারতের। আর এই ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হল ভারতকে।

ভারতীয় দলের ব্যাটিং নিয়ে উদ্বেগের প্রকাশ করে রাহুল দ্রাবিড় বলেন, ‘‘শেষ তিনটি টেস্টেই তৃতীয় ইনিংসে আমাদের ব্যাটিং প্রত্যাশিত উচ্চতায় পৌঁছয়নি। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা শুরুটা ভাল করেও শেষটা ভাল করতে পারিনি। অবশ্যই এই জায়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে।’’