আগামী ২৭ শে অগস্ট থেকে শুরু এশিয়া কাপ। ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তবে তার আগে বড় ধাক্কা ভারতীয় দলে। এশিয়া কাপ শুরু হওয়ার আগে করোনা আক্রান্ত হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। যার ফলে এশিয়া কাপে রাহুল দ্রাবিড়ের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় দলের কোচ করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে এশিয়া কাপে তাঁর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও বোর্ডের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
সামনেই এশিয়া কাপ তাই জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল কোচ দ্রাবিড়কে। তাঁর বদলে শিখর ধবন, শুভমন গিল, লোকেশ রাহুলদের নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। তবে এবার রাহুল দ্রাবিড়ের এশিয়া কাপে দলের সঙ্গে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।