Arijit

জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন না রাহুল দ্রাবিড়, কে হবেন ভারতের হেডকোচ?

আর কয়েকদিন পরে জিম্বাবুয়ে সফরে উড়ে যাচ্ছে ভারতীয় দল। তবে ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে গেলেও যাচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। তাঁর বদলে ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসাবে দায়িত্ব সামলাতে দেখা যাবে।

শুক্রবার বোর্ডের সচিব জয় শাহ এই ব্যাপারে জানিয়েছেন, জিম্বাবোয়ে সফর এবং এশিয়া কাপ পরপর, দুটো প্রতিযোগিতার মাঝে সময় খুবই কম, তাই গুরুত্ব দেওয়া হয়েছে এশিয়া কাপকে।

এছাড়াও তিনি বলেছেন, “জিম্বাবোয়েতে ভারতীয় দলের কোচ হিসাবে লক্ষ্মণকে পাঠানোর মানে এই নয় যে রাহুল দ্রাবিড়কে বিশ্রামে রাখা হচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ শেষ হচ্ছে ২২ অগস্ট। পরের দিন ভারতীয় দলের সঙ্গে আমিরশাহি যাচ্ছে দ্রাবিড়। দুটো প্রতিযোগিতার মধ্যে সময় কম। তাই লক্ষ্মণকে কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।