Koushik Dutta

বিশ্বমানের স্টেশন গড়া হবে দিল্লিতে, টেন্ডার জমা দিতে বলল কেন্দ্র

দিল্লি রেল স্টেশনকে গড়ে তোলা হবে বিশ্বমানের পর্যায়ে। এই কাজে নতুন উদ্যোগ হিসেবে টেন্ডার জমা দিতে বলল রেল মন্ত্রক৷ প্রতিদিন এই স্টেশনের উপর থাকে প্রায় ৪০০ ট্রেনের চাপ। যাত্রী সংখ্যাও প্রায় সাড়ে ৪ লাখ। রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, নয়াদিল্লি রেল স্টেশনকে কমার্শিয়াল, রিটেল ও হসপিটালিটি হাব হিসেবে গড়ে তোলা হবে। সেজন্যই টেন্ডার চেয়ে পাঠানো হয়েছে বেসরকারি সংস্থার কাছ থেকে।