শ্রী ভট্টাচার্য, কলকাতা: দূরবর্তী অঞ্চলে, আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে রেলের বিকল্প নেই বললেই চলে। তাই আমাদের বেশিরভাগই ট্রেনে ভ্রমণ করি। একই সাথে, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ভারতীয় রেল একদিনে কত টাকা আয় করে (Railway Per Day Revenue)? চলুন, তাহলে আজ আমরা আপনাকে এই সম্পর্কে জানিয়ে দিই।
দেশজুড়ে ট্রেন চালিয়ে কত টাকা আয় করেন ভারতীয় রেলওয়ে
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, ভারতীয় রেল হাজার হাজার ট্রেন চালায়। এই ট্রেনগুলি দেশের প্রায় প্রতিটি প্রধান স্থানকে একে অপরের সাথে সংযুক্ত করে। তাই দেশের অর্থনীতিতেও ভারতীয় রেলের ভূমিকা অবিশ্বাস্য। যাত্রী পরিবহনের পাশাপাশি মাল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ভারতীয় রেলওয়ে। তাহলে ভাবুন, কত আয় হতে পারে?
একটি বিশেষ রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেল প্রতিদিন ৪০০ কোটি টাকা আয় করে। ভারতীয় রেলওয়ের সবচেয়ে বড় রাজস্ব আয়কারী মালবাহী ট্রেন। এইটুকুতেই চোখ ধাঁধিয়ে গেলে একেবারেই হবে না কিন্তু। দেখুন, এবার যদি আমরা ভারতীয় রেলওয়ের মাসিক আয়ের কথা বলি, তাহলে এটি দাঁড়ায় প্রায় ১২ হাজার কোটি টাকা।
এইতো গেল পণ্যবাহী ট্রেনের কথা। জানেন তো যে পণ্যবাহী ট্রেন ছাড়াও, যাত্রীবাহী ট্রেনগুলিও ভারতীয় রেলের জন্য প্রচুর পরিমাণে রেভেনিউ আয় করে দেয়। পণ্যবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন ছাড়াও, ভারতীয় রেলওয়ে স্ক্র্যাপ এবং রেলওয়ে কর্তৃক জারি করা টেন্ডার থেকেও রেভেনিউ আয় করে। এইতো মাস খানেক আগে স্ক্র্যাপ বিক্রি করেই কয়েকশো কোটি টাকা আয় করে ফেলেছে ভারতীয় রেলওয়ে।
রেলের এই আয়ের মধ্যেই ধরা হয় মেট্রো রেলের আয়ও। বিজ্ঞাপন স্টল লিজ দিয়েও অর্থ উপার্জন করে রেল। মূলত ব্রড গেজ ও ন্যারো গেজেই রেল সবচেয়ে পরিষেবা দিয়ে থাকে রেল। আর তার ভিত্তিতেই নির্ধারণ করা হয় রেলের বাৎসরিক মোট রেভেনিউ। তাহলে ২০২৩-২৪ অর্থবর্ষে কত আয় করেছে রেল।
আরও পড়ুন: ৭.৮৫% সুদ! নতুন অর্থবছরের শুরুতেই ধামাকা বিনিয়োগ প্রকল্প আনল SBI
রেলের ২০২৩-২৪ অর্থবর্ষের আয় জানলে মাথা ঘুরবে
জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় রেলে মোট আয় হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৩৬৬ কোটি ৩০ লাখ ১৮ হাজার টাকা। আগের অর্থবর্ষের তুলনায় যা অনেকটাই বেশি। এটি আপনি এক হিসাবে বুঝে যাবেন। এতদিন বার্ষিক ৪০০ কোটি আয় করেছিল রেল। কিন্তু এখন যে অঙ্ক দেখা যাচ্ছে, সেদিকে তাকালে বলতে হবে ভারতীয় রেলের প্রতিদিনের গড় আয় এখন ৬৯৭ কোটি ৭২ লাখ ২১ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ প্রায় ৭০০ কোটি টাকা রেল আয় করে প্রতিদিন।
প্রসঙ্গত, ভারতীয় রেল কিন্তু দেশে কর্মসংস্থানেরও একটি প্রধান উৎস। দেশের লক্ষ লক্ষ লোককে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজের সুযোগ করে দিচ্ছে রেলওয়ে। এর জন্য আপনি সরকারি পরীক্ষা দিয়ে রেলওয়ের কর্মচারী যেমন ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টিকিট চেকার, স্টেশন মাস্টার ইত্যাদি পদে চাকরি পেতে পারেন। এছাড়াও অনেকেই প্ল্যাটফর্ম এবং ট্রেনে পণ্য বিক্রি করেও লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন। ভারতীয় রেল শুধু আয় করে না, আয় করতেও সাহায্য করে।