এক অবাক করা রেলস্টেশন, যেখানে নেই কোনো ১ নম্বর প্লাটফর্ম, নামটা জানেন?

নিউজশর্ট ডেস্কঃ ভারতে যাতায়াতের জন্য অন্যতম জনপ্রিয় পরিবহন ব্যবস্থা হল রেলপথ। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ এই রেলপথে ব্যবহার করেন যাতায়াতের জন্য। বিশ্বের বৃহত্তম রেলওয়ে ব্যবস্থাগুলোর মধ্যে ভারতীয় রেলওয়ে(Indian Railway) অন্যতম। ভারতে প্রচুর রেলওয়ে স্টেশন(Railway Platform) রয়েছে, যেখানে বহু ট্রেন যাতায়াত করে। সহজেই দূরের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেনের ব্যবস্থা সবথেকে বেশি জনপ্রিয়। এর পাশাপাশি ট্রেনে ভ্রমণের খরচও অনেকটাই কম।

ভারতীয় রেলের অধীনে স্টেশন রয়েছে যেগুলো সম্পর্কে অজানা কাহিনী রয়েছে যা জানে না বহু মানুষই। আর এই কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই প্রতিবেদনে এমনই অবাক করা কাহিনী নিয়ে আপনাদেরকে জানাবো। ভারতীয় রেলের এমন একটি স্টেশন রয়েছে যে স্টেশনে কোন ১ নম্বর প্লাটফর্ম নেই। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন! অবাক হওয়ার কথা। যে কোনো স্টেশনে প্লাটফর্মের নাম্বার শুরু হয় এক থেকে।

লোকাল স্টেশনগুলোতে সাধারণত এক থেকে চারটি প্ল্যাটফর্ম থাকে। তবে জংশন স্টেশনে প্লাটফর্মের সংখ্যা বেশি থাকে। উভয়ক্ষেত্রেই প্ল্যাটফর্মের সংখ্যা শুরু হয় এক নম্বর থেকে। আজকে যে প্ল্যাটফর্মটি সম্পর্কে আপনাদেরকে বলবো সেই রেল স্টেশনে কোন ১ নম্বর প্লাটফর্ম নেই। কোথায় রয়েছে এই রেলস্টেশন? এটি বিহারে রয়েছে। এই রেলস্টেশনটির নাম বারাউনি জংশন। এটি বিহারের বেগুসরাই জেলার মধ্যে আছে। ভারতের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন এটি।

এই রেলস্টেশন থেকে প্রতিদিন এক লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। গঙ্গা নদীর ধারে বারাউনি গ্রামের নাম অনুসারে এই স্টেশনের নাম দেওয়া হয়েছে বারাউনি জংশন। এই রেলস্টেশন অনেক পুরনো। এখানে দু’নম্বর থেকে নয় নম্বর পর্যন্ত প্লাটফর্ম থাকলেও এক নম্বর প্লাটফর্ম কোথাও খুঁজে পাবেন না। যদিও এখানে স্থানীয় বাসিন্দারা মজা করে বলেন যে এই স্টেশনের তিন কিলোমিটার দূরেই রয়েছে এক নম্বর প্লাটফর্ম তবে এমনটা নয়।

এই স্টেশনে এক নম্বর প্লাটফর্ম নেই। এই রেলস্ট্রেশনের এক রেল আধিকারিক জানিয়েছিলেন যে ব্রিটিশ আমলে এই স্টেশনের ২ থেকে ৯ নম্বর প্ল্যাটফর্ম আছে। তবে মাঝেমধ্যে এক নম্বর প্লাটফর্মের ট্রেন থামার কথা ঘোষণা করে ফেলে রেল। এর ফলে বাইরে থেকে আসা যাত্রীদের অসুবিধা হয়। আসলে এই স্টেশনে কখনোই এক নম্বর প্লাটফর্ম ছিল না।

Papiya Paul

X