Raima Sen

Moumita

৪৩ বছর বয়সে এসেও খুঁতখুঁতে, মোটা ব্যাঙ্ক ব্যালেন্স ওয়ালা পাত্র চাই রাইমা সেনের

টলিপাড়ার (Tollywood) অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন রাইমা সেন (Raima Sen)। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনীর সৌন্দর্য সত্যিই নজর কাড়ার মত। তার অভিনেত্রী তকমা বাদ দিয়ে দেখলেও, এরকম আকর্ষণীয়া এবং ব্যক্তিত্বময়ী নারীকে এড়িয়ে যাবে, এই সাধ্যি কারো আছে বলে মনে হয় না?

   

তবে ব্যক্তিগত জীবনের কথা বললে, অভিনেত্রী আজও সিঙ্গেল। আর তার উপর আবার দেখতে দেখতে ভালোবাসার মাস ফেব্রুয়ারিও চলে এল। কপোতকপোতিদের জন্য তো দারুন একটা সময়। তার উপর চারিদিকে এখন বিয়ের মরশুম। তো এহেন একটা সময়ে বিয়ে নিয়ে কী প্ল্যান রয়েছে অভিনেত্রী রাইমার?

সম্প্রতি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী রাইমার সাথে। যদিও এর আগে বিয়ের কথা বললেই তা সযত্নে এড়িয়ে যেতেন তিনি। তবে এবার আর এড়িয়ে গেলেন না। রাইমার কথায়, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

যদিও ঠিক কবে বিয়ের ফুল ফুটতে চলেছে তা এখনও জানা যায়নি তবে রাইমা জানিয়েছেন তার পছন্দের কথা। অভিনেত্রীর সপাট জবাব, ‘ভাল মানুষ চাই’। তবে কি শুধু ভালো মন থাকলেই হবে? তা নয় কিন্তু। রাইমার কথায়, ‘আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে।’

রাইমা সেন,Raima Sen,টলিউড,Tollywood,সুচিত্রা সেন,SuchitraSen,বিয়ে,Marriage,শর্ত,Condition,রক্তকরবী,Roktokorobi,ওয়েব সিরিজ,Web Series

আর ব্যাঙ্কে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গল, সবাইকে বলতে চাই’। সর্বোপরি অভিনেত্রী জানিয়েছেন তার একজন ভালো বন্ধু চাই।

Raima Sen

টলিউড থেকে বলিউড চারিদিকেই তার অবাধ বিচরণ‌। যদিও কোয়ান্টিটির পরিবর্তে কোয়ালিটিতেই বেশি বিশ্বাসী তিনি। তাই বাছা বাছা কিছু কাজই তিনি করেন। এই যেমন সামনেই মুক্তি পেতে চলেছে রাইমা অভিনীত নতুন সাইকোলজিকাল থ্রিলার ‘রক্তকরবী’ (Roktokorobi)। আর এই মুহূর্তে সেই প্রচারেই তিনি ব্যস্ত।