পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কিছুদিন যে হারে গরম বেড়েছিল তাতে নাজেহাল দশা হয়েছিল বাঙালির। তবে সপ্তাহের শেষ লগ্নে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজঅর্থাৎ সবিবার একাধিক জেলায় ৪০-৫০ বেগে ঝোড়ো হওয়ার সাথে কালবৈশাখীর প্রবেশের সম্ভবনা থাকছে। কোন কোন জেলায় ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ৪০ থেকে ৬০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকছে। এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও সর্ব্বোচ্চ ৫০ কিমি পর্যন্ত বেগে হাওয়া বইবে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিকেলের দিকে কিছুটা মেঘের দেখা মিলতে পারে, সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩ ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাশি থাকবে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৪% অবধি হতে পারে ফলে প্যাচপ্যাচে গরম জনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সাথে ৩০-৪০ কিমি বেগে সব বইবে।
আরও পড়ুনঃ জ্যৈষ্ঠ কৃষ্ণ পঞ্চমীতে খুলবে ভাগ্য, শনিদেবের কৃপায় সাফল্য পাবে কোন কোন রাশি? ১৭ মে আজকের রাশিফল
আরও পড়ুনঃ সেরা ৩ শহরের মধ্যে উঠে এল কলকাতা, কেন্দ্রের অ্যাওয়ার্ড পেতেই বাংলার সাফল্য শেয়ার করলেন মমতা
রাত পোহালেই ছুটির দিন রবিবার। এই দিনে অনেকেই ঘুরতে যাওয়ার প্লান বানিয়ে থাকেন। তবে দিনেও কি বৃষ্টির দাপট জারি থাকবে? আবহাওয়া দফতরের মতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একইসাথে ৫০-৬০ বেগে ঝড় ওঠার সতর্কতাও জারি করা হয়েছে।