পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কয়েকদিন যাবৎ যে হারে গরম পড়েছে তাতে একটু বেলা বাড়তেই বাইরে বেরোনো দায় হয়ে পড়েছে। তবে এবার হিট ওয়েভ চলার মাঝেই কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ অর্থাৎ রবিবারেই বৃষ্টি নামবে দক্ষিণের একাধিক জেলায়। এমনকি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে তাপপ্রবাহ জারি থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে ফলে ঘেমে একাকার হতে হবে প্রায় গোটা দিনই।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। তবে আজ অর্থাৎ রবিবার উত্তরের জেলাগুলোতেও কোথাও মাঝারি তো কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে মালদা জেলায় ৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে কালবৈশাখী। এর সাথে চলবে বৃষ্টির খেলা।
আরও পড়ুনঃ বদলে যাচ্ছে ট্র্যাফিক চালান দেওয়ার সিস্টেম, নয়া পোর্টাল চালু করল রাজ্য সরকার
আগামীকালের আবহাওয়া
আগামীকাল নতুন সপ্তাহের প্রথম দিন, সোমবার। আজকের মতই বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, নদীয়া, বীরভূম জেলায় কালবৈশাখীর সাথে বৃষ্টির ঝোড়ো ইনিংসের দেখা মিলতে পারে। এছাড়া উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতেও ভারীবৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।