Jasmine-Rajdeep

anita

Jasmine-Rajdeep: গৌরব অতীত! জমে ক্ষীর রাজদীপ-জেসমিনের সম্পর্ক! যা জানালেন অভিনেত্রী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের দুই জনপ্রিয় মুখ হলেন অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta) এবং অভিনেত্রী জেসমিন রায় (esmin Roy)। এই মুহূর্তে তাঁরা দুজনেই অভিনয় করছেন সান বাংলার (Sun Bangla) ‘দ্বিতীয় বসন্ত’ (Dwitiyo Basanta) ধারাবাহিকে। এই ধারাবাহিকের সূত্রেই বর্তমানে  বন্ধুত্ব জমে উঠেছেন রাজদীপ-জেসমিনের। ইদানিং শুটিংয়ের ফাঁকে হামেশাই একসাথে দেখা যাচ্ছে তাঁদের।

   

কখনও রেস্তোরাঁয় আবার কখনও  সিরিয়ালের ফুল টিমের সাথে আড্ডায় খুনসুটিতে মেতে উঠতে দেখা যাচ্ছে তাঁদের। তাই তাঁদের  ভক্ত মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছে তাঁদের  সম্পর্ক নিয়ে। অনেকেই বলছেন এই মুহূর্তে প্রেম জমে ক্ষীর রাজদীপ-জেসমিনের। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।

তবে এই দোলেই খানিকটা খোলসা হলো তাঁদের সম্পর্কের সিক্রেট। এবছর রাজদীপ-জেসমিন দুজনেই একসাথে সেলেব্রেট করলেন  হোলি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে জেসমিন লিখেছেন ‘রঙ্গরেজা’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সান বাংলা,Sun Bangla,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,জেসমিন রায়,Jesmin Roy,দ্বিতীয় বসন্ত,Dwitiyo Basanta,সম্পর্ক,Relationship,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

হোলি স্পেশাল  ছবিতে এদিন দেখা গেল, দুজনের গালেই লেগে রয়েছে রং। একটি ছবিতে দেখা গেল রাজদীপ দাঁড়িয়ে আছেন আর তাঁর পাশের জানলার কাঁচ দিয়ে দেখা যাচ্ছে জেসমিনকে। এছাড়া অন্য একটি ছবিতে দেখা গেল জেসমিন রাজদীপের মুখ থেকে কিছু সরানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: অষ্টমীর আগমনে মাত্র ৬ মাসেই শেষ এই জনপ্রিয় মেগা! প্রকাশ্যে এল অন্তিম পর্বের দিনক্ষণ

বাংলা সিরিয়াল,Bengali Serial,সান বাংলা,Sun Bangla,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,জেসমিন রায়,Jesmin Roy,দ্বিতীয় বসন্ত,Dwitiyo Basanta,সম্পর্ক,Relationship,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভক্তরা তাঁদের জীবনের  নতুন শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন। ইদানিং মাঝে মধ্যেই একসাথে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁদের দুজনকে। তাছাড়া সম্প্রতি খোলসা করে কিছু না জানালেও প্রেমচর্চার বিষয়টি সরাসরি অস্বীকার না করে অভিনেত্রী জানিয়েছিলেন সময় আসলে সব জানা যাবে।