Arijit

‘ফোন বন্ধ কোহলির, আমার ভয় হচ্ছে’, উদ্বিগ্ন ছোটবেলার কোচ রাজকুমারের তোপ সৌরভকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তবে টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। যা নিয়ে ইতিমধ্যেই জোর সমালোচনা চলছে ভারতীয় ক্রিকেটে।

   

বোর্ডের এই সিদ্ধান্ত অনেকেই ভালো ভাবে মেনে নিতে পারেন নি। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও। বিরাট কোহলিকে অধিনায়কত্বে থেকে সরিয়ে দেওয়ায় সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেছেন, ” এই সিদ্ধান্তের পর থেকে বিরাট কোহলির সঙ্গে আমার কোন কথা হয়নি। কোন কারণে ওর ফোন বন্ধ রয়েছে যার জেরে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে বোর্ডের এই সিদ্ধান্ত চরম লজ্জাজনক। কোহলিকে সরিয়ে দেওয়ার পেছনে বোর্ড কোন সঠিক কারণ দেখাতে পারেনি। এইভাবে একজন সফল অধিনায়ক কে সরিয়ে দেওয়া চরম অন্যায় হয়েছে। “

এছাড়াও সৌরভ গাঙ্গুলীর কথার বিরোধিতা করে রাজ কুমার শর্মা বলেন, ” সৌরভের মন্তব্য আমি শুনিনি। ও নাকি বিরাটকে বলেছিল টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব না ছাড়তে। তবে এমন কোন কথা আমি শুনি নি। তাই সৌরভের এই কথায় আমি খুবই অবাক হলাম। ইতিমধ্যেই চারিদিকে এই নিয়ে সমালোচনা চলছে।”