ভিডিওতে দেখুনঃ জোর কদমে চলছে রামলীলার প্রস্তুতি, মানতে হচ্ছে করোনা বিধি

এবারের রামলীলা অন্যবারের থেকে একটু আলাদা হবে বলেই মনে করা হচ্ছে। বলিউডের একাধিক অভিনেতা মঞ্চে অভিনয় করবেন বলে আগেই জানা গিয়েছে। রামায়ণের বিভিন্ন চরিত্রে থাকবেন নামকরা ব্যক্তিরা। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। তবে করোনা বিধি মেনে। নির্দিষ্ট দুরত্ব, মুখে মাস্ক রেখে তবেই হচ্ছে প্রস্তুতি।

Avatar

Koushik Dutta

X