Tollywood

Moumita

‘ওড়া বন্ধ করুক’, অনির্বাণের ছবি ফ্লপ হতেই নায়ককে চরম অপমান করলেন রানা সরকার

টলি (Tollywood) তারকাদের আক্রমণ শানাতে ওস্তাদ তিনি। কখনও সোহম তো কখনও রাহুল, কেউ না কেউ হামেশাই থাকে তার বন্দুকের নলের সামনে। আর এবার তার নিশানায় অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। যদিও সরাসরি কারো নাম তিনি নেননি, তবে রাণা সরকারের (Rana Sarkar) পোস্ট দেখে কারোরই বুঝতে বাকি নেই যে এই তীর কার উদ্দেশ্যে!

   

‘গরিবের অ্যাল প্যাচিনো’ বলে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘গরিবের অ্যাল পাচিনোর নতুন সিনেমা রিলিজের প্রথম দুদিনে এক লাখ টাকাও বিক্রি নেই বক্সঅফিসে। শারুক্ষান ফিরবে বলেছিলো কিন্তু খোকা নিজেই ভ্যানিশ হয়ে যাবে কে জানতো?’

এখানেই শেষ নয়, প্রযোজক আরো লিখেছেন, ‘তবুও আঁতলামো চলবে, নিজের একক অভিনীত ছবি দ্বিতীয় সপ্তাহে টানার ক্ষমতা নেই কোনোদিনই , তবু মুখোশ পরা ডায়লগবাজি চলবেই।’ তার পরবর্তী সংযোজন, ‘বন্যরা বনে সুন্দর,কিছু ষ্টার ওটিটি-ক্রোড়ে। আর আমাদের কিছু করার নেই, আমরা অন্য কোথাও যাবোনা আমরা এই দেশেতেই থাকবো।’

এটা তো সবাই জানেন যে, ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে অনির্বাণের নাম ছিল ‘খোকা’। এদিকে গত শুক্রবারই মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘মিথ্যে প্রেমের গান’। আর এই ছবির বক্স অফিস কালেকশন খুব একটা আশাজনক নয়। তাই সবে মিলিয়ে দুয়ে দুয়ে চার করতে কারোরই অসুবিধা হয়নি।

এক অনির্বাণ ভক্ত অভিনেতার জীবনযুদ্ধ কমেন্ট করলে তিনি লেখেন, ‘মাসে দশ লাখ টাকা বাঁধা একটি প্রোডাকশন হাউস থেকে, এটাই স্ট্রাগল? বাদল সরকারের স্ক্রিপ্ট বা কোনো বিদেশী কন্টেন্ট ঝেড়ে ওয়েবে কিছু কাজ করা ছাড়া রাস্তা আছে?’ রাণার মতে, অভিনয়ের দিক দিয়েও ঋত্বিক, পরমব্রত, যীশু এরা নাকি একশো গোল দিতে পারে অনির্বাণকে।

যদিও এই বিষয়টা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অনির্বাণ। তবে টলিউডপ্রেমীরা বেশ চিন্তত। ইন্ডাস্ট্রির ভেতরেই যদি এত গণ্ডোগোল থাকে তাহলে বক্স অফিসে লক্ষ্মীলাভ হবে কীভাবে? বা ভালো প্রোজেক্টই বা কীভাবে তৈরি হবে? আপাতত এই প্রশ্নই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বাংলার সিনে প্রেমীদের।