বলিউড,বিনোদন,রোহিত শেঠি,রণবীর সিং,সিম্বা ২,সিংহম ৩,অজয় দেবগন,Bollywood,Entertainment,Rohit Shetty,Ranveer Singh,Simba 2,Singham 3,Ajay Devgan

Moumita

‘সিম্বা ২’-র জন্য রনবীর সিংকে করতে হবে অপেক্ষা, কারণ শুনে রোহিত শেঠির উপর রেগে লাল ভক্তরা

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান এবং সফল অভিনেতা রণবীর সিং। অভিনেতা আজকাল বিখ্যাত পরিচালক রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ ছবির শুটিংয়ে ব্যস্ত। বিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়ার রচিত ‘কমেডি অফ এররস’ অবলম্বনে তৈরি করা হচ্ছে ছবিটি। এই ছবিতে প্রথমবার অনস্ক্রিনে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। শুধু তাই নয়, পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্দেজকেও মূখ্য ভূমিকায় অভিনয় করছেন এই ছবিতে। প্রসঙ্গত, ‘সার্কাস’ সাইন করার আগে রণবীর সিং রোহিত শেঠির ‘সিম্বা’ ছবিতে কাজ করেছিলেন। ছবিটির সাফল্য দেখে রোহিত শেট্টি এর সিক্যুয়াল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ‘সিম্বা 2’-এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে রণবীর ভক্তদের।

   

পরিচালক রোহিত শেঠি সম্প্রতি তার বক্তব্যে এই ব্যাপারটি নিশ্চিত করেছেন যে তিনি শীঘ্রই ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট অর্থাৎ ‘সিংহম 3’-তে কাজ শুরু করবেন। আরো একবার পর্দায় বাজিরাও সিংহমের ভূমিকায় দেখা মিলবে অজয় দেবগনের। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তমহলে হুলস্থুল পড়ে গেছে তা বলাই বাহুল্য। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথোপকথনে, রোহিত শেঠি জানিয়েছেন যে ইতিমধ্যেই তার টিম ‘সিংহম 3’-এর কাজ শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে ‘সিংহম’এর পরবর্তী সিক্যুয়েল ২০২৩ এর মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বলিউড,বিনোদন,রোহিত শেঠি,রণবীর সিং,সিম্বা ২,সিংহম ৩,অজয় দেবগন,Bollywood,Entertainment,Rohit Shetty,Ranveer Singh,Simba 2,Singham 3,Ajay Devgan

অন্যদিকে, রোহিত শেঠি তার আসন্ন সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর কাজও শুরু করেছেন। মিডিয়াসূত্রে পাওয়া খবর অনুযায়ী অজয় ​​দেবগনের ‘সিংহম 3’-এর কারণে বিলম্বিত হচ্ছে রণবীর সিংয়ের ‘সিম্বা 2’। আপাতত ‘সিম্বা 2’-এর জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে রণবীর সিংকে। অজয় দেবগনের অনুরাগীদের মনে খুশির জোয়ার বইলেও, রণবীরপ্রেমীরা একটু ক্ষুব্ধ তা বলাইবাহুল্য।

এদিকে রণবীর সিং’এর সাম্প্রতিক কালের ছবির কথা বললে, তাকে শেষ দেখা গিয়েছিলো ‘জয়েশভাই জোরদার’ ছবিতে। দিব্যাং ঠক্কর পরিচালিত এই ছবিতে বোমান ইরানি এবং শালিনী পান্ডে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ‘জয়েশভাই জোরদার’কে ঘিরে নির্মাতাদের অনেক আশা থাকলেও বক্স অফিসে বিশেষ নজর কাড়তে পারেনি ছবিটি।