ranga bou actress shruti das shared an unseen video of engagement:

Papiya Paul

প্রথা ভাঙতেই পছন্দ নায়িকার, হাঁটু মুড়ে আংটি পরিয়ে চুমু খেলেন বরকে, রইল শ্রুতির বিয়ের অদেখা ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ দীর্ঘ প্রেমের পর সদ্যই গাঁটছড়া বেঁধেছেন ‘রাঙা বউ'(Ranga Bou) নায়িকা শ্রুতি দাস(Shruti Das) এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার(Swarnendu Sammaddar)। তাদের বিয়ের নানা মুহূর্তের ভিডিও,ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে এবার ভাইরাল হয়েছে শ্রুতির বিয়ের অদেখা রোমান্টিক ভিডিও। আপনি কি এই ভিডিও দেখেছেন?

   

‘ত্রিনয়নী’র সেটেই আলাপ হয় দুজনের। যদিও নায়িকাকে প্রেমের প্রস্তাব দেননি পরিচালক। বরং ঘটেছে উল্টোটাই। পরিচালক নাকি শ্রুতিকে পছন্দই করতেন না। তবে নিজের গুণে স্বর্ণেন্দুর মন জয় করে নেন নায়ক। আর বিয়ের পরে ইতিমধ্যেই হানিমুন সেরে এসেছেন এই তারকা জুটি। ডুয়ার্সে হানিমুনের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।

দেখতে দেখতে ১৮ দিন হয়ে গিয়েছে তাদের বিয়ের। এখন তো চুটিয়ে সংসার করার পালা। যদিও আইনি বিয়ে সম্পন্ন হয়েছে কিন্তু সামাজিক বিয়ে হতে এখনো দুবছর দেরি। তাই আপাতত নিজেরা নিজেদের বাড়িতেই থাকছেন তারা। আর এবার বিয়ের দিনের একটি অদেখা ভিডিও শেয়ার করেছেন শ্রুতি। ভালোবাসায় মোড়া আংটি বদলের ভিডিও রয়েছে এখানে।

শ্রুতির শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘যখন তুমি তাকে বিয়ের আংটি পরাও আর সে সেটা কখনো নিজের হাত থেকে খোলে না।’ অর্থাৎ তাদের এনগেজমেন্টের মিষ্টি মুহূর্তকে নিয়ে এই রিল বানানো হয়েছে। এই ভিডিওতে কিন্তু হাঁটু মোড়ে, স্বর্ণেন্দুকে আংটি পরিয়েছেন অভিনেত্রী। এরপর স্বামীর হাতে চুমু খেয়ে সে হাত নিজের কপালে ঠেকিয়েছেন নায়িকা। শ্রুতির এত সুন্দর ভালোবাসার মুহূর্তের ভিডিও দেখে আবেগে ভরে গিয়েছেন নেটিজেনরা।