Papiya Paul

রূপে লক্ষী গুণে সাক্ষাৎ মা সরস্বতী! ‘রাঙা বউ’ শ্রুতির গলায় গান শুনে মুগ্ধ শ্রোতারা, রইল ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের(Bengali Serial) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস(Shruti Das)। তাকে নিয়ে সব সময় আলোচনা চলতেই থাকে দর্শকদের মধ্যে। তার গায়ের রং এর জন্য কম কটাক্ষ শুনতে হয় না, যদিও নিন্দুকদের যোগ্য জবাব দিতে সবসময় প্রস্তুত থাকেন অভিনেত্রী। শুধু অসাধারণ অভিনয় গুণ নয়, অভিনেত্রীর গানের গলাও খুব সুন্দর। এবার গান গেয়ে অনুরাগীদের মন জয় করে নিলেন ‘রাঙা বউ'(Ranga Bou)।

   

এটি তার তিন নম্বর ধারাবাহিক। এর আগে ‘দেশের মাটি’ ধারাবাহিকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। আর তার প্রথম ধারাবাহিক জি বাংলার ‘ত্রিনয়নী’ দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন অভিনেত্রী। কাটোয়া থেকে কলকাতা এসেছিলেন নিজের মডেলিং এর স্বপ্ন পূরণ করার জন্য। এর পাশাপাশি স্নাতকোত্তর পড়াশোনা ও চালাচ্ছিলেন। তখনই তার মাথায় অভিনয়ের ঝোঁক চেপে বসে। আর তাই একদিন হুট করে অডিশন দেন, মিলে যায় অভিনয়ের সুযোগ।

তার অনুগামীরা অনেকেই জানেন অভিনেত্রী খুব ভালো নাচ করতে পারেন। এই নাচ নিয়ে ভবিষ্যতে এগোতে চেয়েছিলেন তিনি। তবে তার মধ্যে যে গানের অসাধারণ প্রতিভা রয়েছে তা অনেকেরই অজানা। এদিন পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তীতে তাকে বাতাসে গুনগুন গানটি গাইতে দেখা গিয়েছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই খুশি হয়েছেন ভক্তরা। সোমবার অভিনেত্রী তার প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন।

সেখানে তাকে লাল রংয়ের একটি শাড়ি পড়ে, নতুন বউ সেজে মাইক হাতে বাতাসে গুনগুন গানটি গাইতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়। এই ভিডিওর সাথে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্নের মত সুন্দর। চার বছর পর নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে আরো একবার এই ভাইরাল গানটি। পশ্চিমবঙ্গ মোশান পিকচার আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ আমায় এত ভালবাসা এবং এই সুযোগ দেওয়ার জন্য।’ এই ভিডিও দেখে অনুগামীদের পাশাপাশি ভালোবাসা জানিয়েছেন টলিউডের অন্দরের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।