নাটোরের রাণী ভবানীর গল্প বলবে জি বাংলা, কবে থেকে শুরু? নায়িকা কে?

Rani Bhabani Serial

নাটোরের রাণী ভবানীর গল্প বলবে জি বাংলা, কবে থেকে শুরু? নায়িকা কে?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: মেগা আসে, শেষও হয়ে যায়, দর্শকের মন উঠলেই, কিন্তু দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে যেতে পারে কতজন! যেমন ‘করুনাময়ী রাণী রাসমণি’র গল্প। বাংলার দর্শক সারা জীবন মনে রাখবেন। রাণী রাসমণিকে কমবেশি সকলেই চেনেন, জানেন, কিন্তু তাঁর সম্পর্কে এমন কিছু কথা ছিল, যা জি বাংলা তুলে ধরেছে এবং দর্শকের মন জয় করেছে। একইভাবে রাণী ভবানীকে নিয়েও প্ল্যান করছে জি বাংলা।

রাণী ভবানী কোনও রূপকথা বা গল্পের রাণী নন, তিনি বাংলার এক মহীয়সী নারী, নাটোরের রাণী ভবানী। সোমবার জি বাংলার তরফ থেকে এ প্রসঙ্গে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে সেখানে দেখা গিয়েছে এক যুদ্ধের আবহের ছবি। এই ছবির প্রেক্ষাপটে ফুটে উঠছে একটি লেখাও। সেখানে লেখা আছে, ‘রাণী রাসমণি পর, বাংলার অন্য এক মহীয়সী নারীর গল্প এবার জি বাংলায়। আসছে রাণী ভবানী’।

‘রাণী ভবানী’র ভূমিকায় কাকে দেখা যাবে?

রোশনাই সিরিয়ালে তিয়াশা সেভাবে নিজের জায়গা করে নিতে না পারলেও, অনেকেই এই ভূমিকায় অভিনেত্রী তিয়াশা লেপচাকে দেখতে চেয়েছেন। কারণ এর আগেও ‘রাণী ভবানী’র ভূমিকায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ক্যামিও করেছিলেন তিয়াশা। এই চরিত্রে সকলের মন জয় করেও নিয়েছিলেন নায়িকা। সেই মেগার প্রসঙ্গ টেনেই জি বাংলার এক দর্শক জানান, তিয়াশা লেপ্চা রাণী ভবানীর চরিত্রের জন্য সেরা হতে পারেন। যদিও তিয়াশার পাশাপাশি অঙ্কিতা মল্লিককেও দেখতে চাইছেন অনেকে? কেউ কেউ আবার অভিনেত্রী পায়েল দেকেও এই ‘রাণী ভবানী’ হিসেবে দেখতে চেয়েছেন। যদিও জি বাংলা এখনও খোলসা করে জানায়নি সবটা।

আরও পড়ুন: শরীরের একাধিক হাড় ভেঙেছে, হয়েছে ৬ ঘন্টার অপারেশন, এখন কেমন আছেন পবনদীপ?

কী বলছেন সাধারণ মানুষ?

এদিকে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে না আসতেই দর্শকদের প্রতিক্রিয়া উপচে পড়ে। একজন বলেছেন, ‘খুব ভালো। সিরিয়ালে তিন চারটে বিয়ে আর হিংসা দেখার থেকে অনেক ভালো এমন ঐতিহাসিক চরিত্র গুলো নিয়ে সত্যি ঘটনা গুলো জানা।’ অন্যজন বললেন, ‘খুব ভালো সিদ্ধান্ত কিন্তু এই রানী ছিলেন খুবই ব্যাক্তিত্বময়ী সাহসিনী এক নারী, সেই চরিত্রে যে কাউকে না নিলেই ভালো হয়।’

সঙ্গে থাকুন ➥