Ranjeet Mallick sometimes beat his co actors during shooting after loosing his cool

Rajneet Mallick: নিছক অভিনয় নয়, শুটিং ফ্লোরে উত্তেজিত হয় সত্যিই ‘সপাৎ সপাৎ’ দিতেন ‘বেল্ট ম্যান’ রঞ্জিত মল্লিক!

নিউজশর্ট ডেস্কঃ টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। একাধিক বাংলা সুপারহিট ছবিতে অভিনয়ে করেছেন তিনি। বর্তমানে তাকে খুব বেশি পর্দায় দেখা না গেলেও অভিনেতার জনপ্রিয়তা কিন্তু একটুও ভাটা পড়েনি। বরং সময়ের সাথে তাঁর কদর আরও বেড়েছে।

অবশ্য অভিনেতা ছাড়াও দর্শকদের কাছে তিনি টলিপাড়ার ‘বেল্ট ম্যান’ নামেও পরুচিত। এই তকমা যে কবে গায়ে লেগে গিয়েছে তা অভিনেতা নিজেও জানেন না। যদিও একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বহু ছবিতে নিজের কোমরের বেল্ট খুলে ভিলেনদের শায়েস্তা করেছেন তিনি। সেই থেকেই হয়তো মিলেছে ‘বেল্ট ম্যান’ (Belt Man) এর তকমা।

একসময় জি বাংলার পর্দায় জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’এ এসে এক দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছিলেন রঞ্জিত মল্লিক নিজেই। অভিনেতা জানান, তিনি নাকি শক্ত হাতে শাস্তি দিতে পছন্দ করেন। তাঁর অভিনীত চরিত্রগুলি যেভাবে ন্যায়ের পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে শ্যুটিং করতে গিয়ে খলচরিত্রের অভিনেতাদের সত্যি সত্যি বেল্ট দিয়ে মার?

Ranjeet Mallick Belt Man of Tollywood

আরও পড়ুনঃ ভয়ে কাঁটা হয়ে থাকত বাচ্চারা! কিভাবে দিন কাটছে বাংলা ছবির ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায়ের জানেন?

টলিউড ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা দীপঙ্কর দে একবার ‘অপুর সংসার’এর সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে জানান, তিনি নাকি রঞ্জিত মল্লিকের কাছে রীতিমতো মার খেয়েছেন! পরিচালক ‘অ্যাকশন’ বলার আগে নাকি রঞ্জিত নিজেই সবাইকে সাবধান করে দিয়ে দূরে সরে যেতে বলতেন। পাশাপাশি সতর্ক করে দিতেন, খুব বেশি যেন না এগোয়। এদিকে ‘অ্যাকশন’ বললেই নাকি নিজে দশ পা এগিয়ে আসতেন রঞ্জিত এবং এরপর শুরু হতো ধোলাই।

দীপঙ্করবাবুর মুখে এই কাহিনী শুনে সকলেই হাসতে শুরু করে দিয়েছিল সেদিন। এমনকি রঞ্জিত নিজেও সেটা উপভোগ করেছিলেন, মেনেও নিয়েছিলেন যে তাঁর হাতে খলচরিত্রের অনেক অভিনেতাই মার খেয়েছেন। অভিনেতার মতে, তিনি সহজেই চরিত্রগুলির মধ্যে ঢুকে যেতেন। আর সেই কারণেই এমনটা ঘটত।

প্রসঙ্গত, রঞ্জিত মল্লিক ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা যিনি অনেক ধরণের চরিত্রে অভিনয় করেছেন। নায়ক থেকে পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রতিবারই নজর কেড়েছেন ও জনপ্রিয়তা পেয়েছেন। সেই কারণেই পর্দা থেকে দূরে থাকলেও তাঁর অভিনয় আজও সকলের মনে রয়ে গিয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X