ranjit mallick opens up about the byomkesh character played by dev

Papiya Paul

উত্তম কুমারের পর দেবই সেরা ‘ব্যোমকেশ’! অম্বরীশের মন্তব্যের তুলোধনা করলেন রঞ্জিত মল্লিক

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেতা দেব(Dev)। ১৫ বছরেরও বেশি তিনি বাংলা সিনেজগতে কাটিয়ে ফেলেছেন। প্রথমদিকে অ্যাকশন হিরো কিংবা প্রেমিক এই সমস্ত চরিত্রে অভিনয় করতেন দেব।  কিন্তু এখন বদলে ফেলেছেন তার অভিনয়ের চিন্তাধারা। এই প্রথম ‘ব্যোমকেশ'(Byomkesh) রুপে পর্দায় হাজির হবেন বাংলার সুপারস্টার। যদিও তাকে ব্যোমকেশ হিসেবে মেনে নিতে রাজি হননি বহু মানুষ। এমনকি তার অনেক ভক্ত ব্যোমকেশ হিসেবে দেবকে মানতে নারাজ।

   

আর এবার এই ব্যোমকেশ বিতর্কে মুখ খুললেন টলিউডের আর একজন প্রতিভাবান অভিনেতা রঞ্জিত মল্লিক(Ranjit Mallick)। সম্প্রতি এই প্রসঙ্গে রঞ্জিত মল্লিক স্পষ্ট বলেছেন, ‘ব্যোমকেশ হিসেবে উত্তম কুমারের পর দেব-ই সেরা, এমনটা বলা উচিত হয়নি অম্বরিশের। উত্তম কুমার হলেন সর্বকালের সেরা অভিনেতা। সবাই প্রথম হতে পারে না, অনেকে দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জন করে। তাই বলে তারা কেউ খারাপ না।’

অর্থাৎ রঞ্জিত মল্লিক অম্বরিশের বক্তব্য সমর্থন না করলেও একটু হলেও ভরসা আছে তার। ব্যোমকেশ হিসেবে দেব চরিত্র ফুটিয়ে তুলতে পারবে কিনা সেই বিশ্বাস কি রয়েছে রঞ্জিত মল্লিকের? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এক একজন অভিনেতা একেক রকম ভাবে প্রত্যেকটি চরিত্র করে। দেব ও ভালোই করেছেন। তিনি আরো বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস ৫ জন অভিনেতা করেছিলেন। কারণ প্রত্যেকেরই অধিকার রয়েছে। এক কথায় তিনি ব্যোমকেশ হিসেবে দেবের প্রতি বিশ্বাস হারাচ্ছেন না সেটা বোঝাই যাচ্ছে।

এরপর অভিনেতাকে প্রশ্ন করা হয় উত্তম কুমার, অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে দেব এত জনের মধ্যে ব্যোমকেশের চরিত্র হিসাবে সবচেয়ে প্রিয় কে? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘প্রত্যেকের অভিনয়ের ধরণ আলাদা। তাই ওইভাবে সেরা কে সেটা বলা যায় না। যেমন বাংলা সিনেমার দুই কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির অভিনয় এক নয়। তবে গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠলে উত্তম কুমার সবসময় এগিয়ে থাকবেন বলে মত রঞ্জিত মল্লিকের।