Rashmika Mandanna

Papiya Paul

বিজয়ের সাথে প্রেমের গুঞ্জন, ২০১৭ সালে এই দক্ষিণী নায়কের সঙ্গে বাগদান সারেন রশ্মিকা!

ভারতের ন্যাশনাল ক্রাশ(National Crush ) রাশ্মিকা মন্দানা((Rashmika Mandanna)।। সিনেমার পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া, রাশ্মিকা জাদু সর্বত্রই জারি। এই অভিনেত্রীর উপস্থিতিতেই যেন মন ভরে যায় দর্শকের। পাশাপাশি চর্চায় থাকে তার লাভ লাইফও। যদিও মুখে তিনি কখনোই স্বীকার করেননি। তবে সমাজমাধ্যমে এমন সব ছবি ঘুরপাক খাচ্ছে, যা দেখে অবাক হয়েছেন অনেকেই।

   

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গে নাম জড়িয়েছে রশ্মিকার (Rashmika Mandanna)। কিন্তু জিজ্ঞেস করলে দু’জনেরই সেই এক উত্তর— শুধুই ভাল বন্ধু। শোনা যায় চুপিচুপি একসঙ্গে মলদ্বীপ থেকেও ঘুরে এসেছেন এই জুটি। আর অনস্ক্রিন রসায়নের কথা তো বলার অপেক্ষা রাখেনা। তবে এবার খবর, এই দুই তারকার মধ্যে নাকি বিচ্ছেদ হয়েছে।

পাশাপাশি এটাও খবর যে, রশ্মিকা মান্দানা নাকি ডেট করছেন তেলেগু অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসকে। ইতিমধ্যেই একাধিকবার বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছে এই দক্ষিণী জুটি। সূত্রের খবর, এই দুই তারকার সম্পর্ক এখন বন্ধুত্বের চেয়ে খানিকটা বেশি কিছু। যদিও দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

 অনেকেই হয়ত জানেন বা জানেননা যে, কেরিয়ারের শুরুতে মাত্র ১৯ বছর বয়সে ‘777 চার্লি’ খ্যাত অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান সেরেছিলেন রশ্মিকা। তবে কিছুদিন যেতে না যেতেই নিজেদের রাস্তা আলাদা করে নেন এই দুই তারকা। শোনা যায়, পারস্পারিক বনিবনা না হওয়ায় কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

রশ্মিকা এবং রক্ষিত শেঠির পরিচয় হয় ‘কিরিক পার্টি’-এর সেটে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে জুটি বেঁধেছিলেন রশ্মিকা এবং রক্ষিত। সেখান থেকেই প্রেম এবং বাগদান। তবে বাগদানের পর কিছুদিন যেতে না যেতেই আলাদাও হয়ে যান তারা। উল্লেখ্য, বাগদানের সময় রশ্মিকার বয়স ছিল মাত্র ১৯ বছর যেখানে রক্ষিতের বয়স ছিল ৩৪ বছর।