ঘন ঘন ভারতের নেতৃত্ব বদল নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, দিলেন বড় বয়ান

বিরাট কোহলি ভারতের তিনটি ফরমেট এর অধিনায়কত্ব ছাড়ার পর তিনটি ফরমেটে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হিসেবে এখন রয়েছেন রোহিত শর্মা। তবে রোহিত শর্মা ভারতের অধিনায়ক থাকলেও এই বছর ইতিমধ্যেই সাত জন অধিনায়ক পরিবর্তন করে ফেলেছে ভারতীয় দল।

বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধবন, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, যাশস্প্রীত — প্রত্যেকেই কোনও না কোনও সময় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বার বার এই অধিনায়ক বদলে দলের ক্ষতি হতে পারে, এমন কথা বলছেন অনেকেই। এবার একই সুরে কথা বললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।

নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেছেন, ” যেকোন দলের কাছে বিকল্প ক্রিকেটার কিংবা বিকল্প অধিনায়ক থাকা সব সময় ভালো কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে যেভাবে অধিনায়ক পরিবর্তন চলছে সেটা মোটেও ভারতীয় দলের জন্য ভালো খবর জন্য নয়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর উচিত এমন একজন অধিনায়কের খোঁজ করা যিনি সৌরভ, ধোনি কিংবা বিরাটের মতো দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন”

Avatar

Koushik Dutta

X