Arijit

অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া ক্রীড়াবিদদের সম্মানিত করতে ব্যতিক্রমী উদ্যোগ রতন টাটার

এবারের অলিম্পিকে সেরা পারফরম্যান্স করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। রেকর্ড ভেঙে অলিম্পিকে সাতটি পদক জিতেছে ভারত যা গত চার দশকের সবথেকে বেশি। তবে ভারত সাতটি পদক জিতলেও এবারের অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে বেশ কয়েক জন ভারতীয় ক্রীড়াবিদের। দীপিকা কুমারি, অদিতি অশোক, অতনু দাস, কমলপ্রীত কৌর থেকে শুরু করে ভারতীয় মহিলা হকি দল পদক জিততে না পারলেও তারা যেভাবে পারফরম্যান্স করেছে তা এককথায় অসাধারণ। 38 বছর বয়সে এসেও মেরি কম যেভাবে পারফরম্যান্স করলেন তা মন জয় করে নিয়েছে আপামর ভারতবাসীর।

   

কিন্তু ভালো পারফরম্যান্স করলেও পদকজয়ীদের সামনে ঝাপসা হয়ে যায় এদের পারফরম্যান্স। স্বাভাবিক ভাবেই অলিম্পিক শেষ হওয়ার পর থেকে পদকজয়ীদের সম্মানিত করতে ব্যস্ত সকলেই। সরকারের তরফ থেকে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান করে সম্মানিত করা হচ্ছে তাদের। এমনকি বিভিন্ন কর্পোরেট সংস্থার তরফ থেকেই পুরস্কৃত হয়েছেন তারা।

তবে পদক জয়ের খুব কাছাকাছি গিয়েও যারা পদক জিততে ব্যর্থ হয়েছেন এবার তাদের পরিশ্রমকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিলে টাটা। সেই সমস্ত প্রত্যেক খেলোয়াড়কে গাড়ি উপহার দেবে টাটা গ্রূপ। আর রতন টাটার এমন ব্যতিক্রমি উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।