Papiya Paul

২ কামরার ফ্ল্যাট, নেই কোনো ফোন! কোটিপতি হয়েও সাধারণ মধ্যবিত্তের মতোই জীবন কাটান রতন টাটার ভাই

ভারতীয় শিল্পপতি রতন টাটাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি শিল্পপতি হিসেবে যতটা পরিচিতি ঠিক ততটাই তার দানের জন্য পরিচিত। তিনি তার আয়ের বেশিরভাগ অংশই গরিব মানুষদের দিয়ে দেন। কোন মানুষের প্রতিভা তার সামনে এলে সকলের সামনে সেটি জানাতে ভোলেননি কোনোদিন।

   

দীর্ঘ ২১ বছরের কেরিয়ারের জীবনে ৬ টি মহাদেশের এবং ১০০ টি দেশে তার টাটা গ্রুপের কোম্পানির বিস্তার ঘটিয়েছেন তিনি। এই রতন টাটার বাবা ছোটবেলায় তাকে আর তার ভাইকে এবং মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। সেইসময় তাদের দিদা তাদের সকলের দায়িত্ব নিয়েছিলেন। আর বড় হয়ে টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেন তিনি। এই টাটা গ্রুপের শেয়ারহোল্ডারে তার ভাইয়ের নাম রয়েছে।

যিনি জিমি টাটা নামে পরিচিত। তিনিও টাটা গ্রুপের কয়েক কোটি সম্পত্তির মালিক। তবে এই মানুষটাও কোটিপতি হয়ে ও অত্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটারে জিমি টাটার ব্যাপারে প্রকাশ্যে জানিয়েছেন। আর সেটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

সেখানে তিনি লিখেছেন যে জিমি সাধারণ মধ্যবিত্ত মানুষের মতো মুম্বাইয়ের কোলাবায়ে সাধারণ ২ কামরার ফ্ল্যাটে থাকেন। এখনো পর্যন্ত কোন মোবাইল ফোন ব্যবহার করেননি। ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি তার আগ্রহ ছিল না। তিনি খেলাধুলার প্রতি বেশি আগ্রহ ছিলেন। স্কোয়াশ খেলোয়াড় ছিলেন তিনি।