শ্রী ভট্টচার্য, কলকাতা: কিছুদিন আগেই রেশনে অনিয়মের অভিযোগে ৪ ময়দাকল মালিককে সাসপেন্ড করে দিয়েছিল জেলা খাদ্যবিভাগ। একদম কড়াকড়িভাবে রেশন ব্যবস্থা পরিচালনার পথে হাঁটতে চায় ফুড ডিপার্টমেন্ট। রেশন নিয়ে বেনিয়ম আর মেনে নেওয়া হবে না। ধরা পড়লে আর দ্বিতীয় সুযোগ পাওয়া এখন অত্যন্ত চাপের বিষয়। এবার একই পথে হাঁটল খাদ্যবিভাগ? কিন্তু কেন?
জানা গিয়েছে, জেলার ১২০ জনেরও বেশি রেশন ডিলার (Ration Dealers) ওজন মেশিনের সঙ্গে ই পস যন্ত্র যুক্ত না করেই রেশন সরবরাহ করেছিলেন। এমনই অভিযোগ উঠতেই ইতিমধ্যেই শোকজের চিঠি ধরানো হয়েছে। অভিযোগ উঠতে আগে খাদ্য বিভাগের অফিসাররা সত্য মিথ্যে যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন, সেখানে গিয়ে অনিয়ম ধরা পড়তেই তৎপর হয়ে ওঠেন তাঁরা। কেন এমনটা রেশন ডিলাররা করেছেন, তার কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মদ্যপান করে ট্রেনে চালান বাংলার লোকো পাইলটরা, রিপোর্টে ভয়ানক তথ্য
রেশন ব্যবস্থায় ই পস যন্ত্র সংযুক্ত রাখার নিয়ম কী?
নিয়ম অনুযায়ী, গ্রাহকদের রেশন দেওয়ার সময় ওজন মেশিনের সঙ্গে ই পস যন্ত্র সংযুক্ত রাখতেই হবে।
রেশন ডিলাররা সঠিক বরাদ্দ চাল, ডাল ইত্যাদি সামগ্রী দিয়ে টাকা নিচ্ছেন কি না, তা ওই মেশিনে দেখা যায়।
এবার ই পস যন্ত্র সংযুক্ত না করার হলে কতটা কি রেশন দিলেন তা স্পষ্ট হয় না।
তাই, খাদ্যবিভাগ গ্রাহকরা সঠিক পরিমাণ সামগ্রী পাচ্ছেন, তা সুনিশ্চিত করতে এমন পদক্ষেপ করেছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই নিয়ে শুরু হবে শুনানি। জবাব ঠিকঠাক না এলে হতেই পারে কেরিয়ার নিয়ে টানাটানি হতে পারে। রেশন ডিলারদের বরখাস্ত করা হতে পারে। লাইসেন্স বাতিল করাও হতে পারে।