Arijit

ভারতের কোচের পদ ছাড়তেই আরও বড় সাম্মানিক পদে যোগদান করলেন রবি শাস্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ ছাড়তে হয়েছে রবি শাস্ত্রীকে। ভারতীয় দলের কোচিং ছাড়া এখনও একমাসও হয়নি এরই মধ্যে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রবি শাস্ত্রী। লিজেন্ড ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত করা হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে।

   

আসুন আপনাদের জানিয়ে দিই লিজেন্ড ক্রিকেট লিগ আসলে কি?
এই ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ইংল্যান্ড, পাকিস্তান সহ আরও বেশ কিছু দেশের প্রাক্তন ক্রিকেটাররা। ভারত, এশিয়া এবং বাকি বিশ্ব এই তিনটি দলে ভাগ করে দেওয়া হবে সমস্ত ক্রিকেটারদের তারপর তাদের মধ্যে অনুষ্ঠিত হবে এই বিশেষ ক্রিকেট লিগ।

আগামী বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে এই লিগটি হতে চলেছে।
এই লিগে সুযোগ পেয়ে রবি শাস্ত্রী জানিয়েছেন, ” আবার নতুন করে ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। বিশেষ করে এমন একটা লিগ যেখানে কিংবদন্তীরা খেলবেন। আশা করি খুবই মজা হবে এবং তার সঙ্গে ভালো ক্রিকেট খেলাও উপভোগ করা যাবে।”