Arijit

দেশের ক্রিকেটের থেকে আইপিএলকে বেশি জোর দেওয়া উচিৎ, রবি শাস্ত্রী

যত দিন যাচ্ছে তত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রবণতা বাড়ছে। এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে বেশ কয়েকটি জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ চালু হয়েছে। যাকে প্রাধান্য দিচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় টি টোয়েন্টি লিগ আইপিএল। আর আগামী বছর থেকে আইপিএলের জন্য নিজেদের ক্রিড়া ক্যালেন্ডারের আড়াই মাস সময় বরাদ্দ করে আইসিসি।

   

আইসিসি-র নতুন সূচি অনুযায়ী সারা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে। একাধিক দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। এটাই মানতে পারছেন না রবি শাস্ত্রী।

এইদিন রবি শাস্ত্রী বলেন, “দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা নিয়ে ভাবার সময় এসেছে, বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-সহ বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ হয়। আমার মতে সেই লিগগুলোকে উৎসাহ দেওয়া উচিত। দ্বিপাক্ষিক সিরিজ কম খেলে বিশ্বকাপে খেলতে নামুক দেশগুলো। এর ফলে বিশ্বকাপের গুরুত্ব আরও বেড়ে যাবে। মানুষ অপেক্ষা করে থাকবে বিশ্বকাপের জন্য।”